Smart Refrigerator: নতুন একটি স্মার্ট রেফ্রিজারেটর অর্থাৎ ফ্রিজ (Smart Refrigerator) লঞ্চ করেছে এলজি কোম্পানি। এই স্মার্ট রেফ্রিজারেটরের নাম LG MoodUp ফ্রিজ। LED লাইটের প্যানেল থেকে শুরু করে ব্লুটুথ স্পিকারের (Bluetooth Speaker) মতো আধুনিক ফিচার রয়েছে LG MoodUp স্মার্ট রেফ্রিজারেটরে। এলজি (LG) সংস্থার এই স্মার্ট ফ্রিজের সামনের অংশে রয়েছে এলইডি (LED) লাইটের প্যানেল। ফ্রিজের দরজায় রয়েছে বিভিন্ন RGB প্যানেল। উপরের দরজার ক্ষেত্রে ২২টি এবং নীচের দরজার ক্ষেত্রে ১৯টি রঙ বেছে নিতে পারবেন ইউজাররা। থাকছে কাস্টোমাইজেশনের সুবিধাও। এর মধ্যে যুক্ত হবে রঙ এবং প্রকৃতি ভিত্তিক থিম। LG MoodUP ফ্রিজে রয়েছে একটি ব্লুটুথ স্পিকার। স্মার্টফোনের সঙ্গে এই ব্লুটুথ স্পিকার যুক্ত করে গান চালানো সম্ভব। সেই সময় LED প্যানেলের রঙ পরিবর্তন হবে।


আপাতত আমেরিকায় এই অত্যাধুনিক রেফ্রিজারেটর লঞ্চ হয়েছে। তবে সেই দেশে এই ফ্রিজের দাম কত এবং কোথা থেকে কেনা যাবে তা এখনও জানা যায়নি। ভারতে এলজি কোম্পানির এই ফ্রিজ আদৌ লঞ্চ হবে কিনা সেটাও এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। এলজি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের MoodUp রেফ্রিজারেটরের LED ডোর প্যানেলে ইউজাররা কাস্টোমাইজেবল লুক সেট করতে পারবেন। এই লুক অ্যান্ড ফিল সেট করার জন্য বিভিন্ন কালার-বেসড থিম যেমন- Season, Place, Mood, Pop- এইসব বেছে নেওয়ার সুযোগ থাকবে। ফ্রিজের উপরের এবং নীচের দরজার জন্য যথাক্রমে ২২টি এবং ১৯টি কালার অপশন ম্যানুয়ালি বেছে নেওয়ার সুযোগ পাবেন ইউজাররা।


এলজি কোম্পানির এই আধুনিক রেফ্রিজারেটরে একটি ইনবিল্ট ব্লুটুথ স্পিকার রয়েছে। এর সঙ্গে ইউজার নিজের স্মার্টফোন বা ট্যাব এবং ল্যাপটপ সংযুক্ত করে গান চালাতে পারবেন। গানের সঙ্গে সঙ্গে LED প্যানেলের রঙও পরিবর্তন হবে। এই সমস্ত কালার প্যানেল অফ করা থাকলে ফ্রিজে রঙ ধূসর এবং সাদা রঙে দেখা যাবে। অত্যাধুনিক এই রেফ্রিজারেটরে ওয়াই-ফাই এবং ব্লুটুথ কানেক্টিভিটির পাশাপাশি একটি on-device AI chip রয়েছে। এই চিপের মধ্যে ভয়েস রেকগনশিন সাপোর্ট রয়েছে। যদি ফ্রিজ ঠিকভাবে বন্ধ না হয়, অর্থাৎ খোলা থাকে, তাহলে নোটিফিকেশন পাওয়া যাবে। বাঁ-দিকের দরজায় নাগাড়ে আলো জ্বলবে এবং নিভে যাবে। ফ্রিজের মধ্যে যে ফ্রিজার অংশ রয়েছে সেটি রাতের বেলায় উজ্জ্বল হয়ে যায় এবং রাতে ফ্রিজ খুলতে সাহায্য করে। ইউজার ফ্রিজের দিকে এগিয়ে গেলেও রঙিন আলোর প্যানেলে আলো জ্বলতে, নিভতে সহায়তা করবে। রাতের বেলা ফ্রিজের দরজা অনেক বেশি উজ্জ্বল লাগবে। এর ফলে ইউজাররা রাতের বেলায় সহজে দরজা খুলতে পারবেন।


আরও পড়ুন- রেডমি এ১ ফোনে কী কী স্পেসিফিকেশন থাকতে পারে?