নয়া দিল্লি: সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিরুদ্ধে পাকিস্তানের (Pakistan) বিদেশমন্ত্রী (Foreign Minister) বিলাবল ভুট্টোর (Bilawal Bhutto Zardari) মন্তব্য নিয়ে শোরগোল উঠেছিল। কড়া নিন্দা করে প্রতিবাদের ঝড় তুলেছিল বিজেপি (BJP)। প্রধানমন্ত্রীকে ‘গুজরাট গণহত্যার কসাই’ বলে তীব্র আক্রমণ করলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী। তবে এবার ভারতের বিরুদ্ধে সুর চড়ালেন আরও এক পাক মন্ত্রী।           

  


পাকিস্তানের দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী শাজিয়া মারি এবার ভারতের বিরুদ্ধে পরমাণু হামলার হুঁশিয়ারি দেন। পাকিস্তান পিপলস পার্টির নেত্রী বলেন, 'ভারতের ভুলে যাওয়া উচিত নয় যে পাকিস্তানের কাছে একটি পারমাণবিক বোমা রয়েছে। আমাদের পারমাণবিক স্টেটাস চুপ করে থাকার নয়। পরিস্থিতি তৈরি হলে আমরা পিছপা হব না। মোদি সরকার যুদ্ধ করলে তার জবাব তারা পাবে। চুপ করে থাকার জন্য পাকিস্তানকে পারমাণবিক রাষ্ট্র হিসাবে মর্যাদা দেওয়া হয়নি।'                           


আরও পড়ুন, বিমা সংস্থার পেনশন স্কিমে বাড়তি টাকা পাওয়ার টোপ, অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি আধিকারিককে


প্রসঙ্গত, ২৬/১১-র জঙ্গি হামলার অন্যতম অভিযুক্ত লাকিউর রহমান লকভি এবং হাফিস সইদের বিরুদ্ধে পাকিস্তান কোনও পদক্ষেপ করেনি। লকভি এবং হাফিজ সইদ পাকিস্তানে খোলামেলা ঘুরে বেড়াচ্ছে বলে রাষ্ট্রসংঘে অভিযোগ করা হয় ভারতের তরফে। দিল্লির ওই মন্তব্যের পর প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে তীব্র আপত্তজনক মন্তব্য করেন পাক বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো।                               


পাকিস্তানের মন্ত্রী বলেন, ''ভারতকে বলতে চাই, ওসামা বিন লাদেনের মৃত্যু হয়েছে কিন্তু গুজরাটের কসাই এখনও জীবিত। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।'' ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ওই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে জল্পনা শুরু হয়।  পাকিস্তানের বিদেশমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে তীব্র আপত্তিজনক মন্তব্য করায় পালটা মুখ খোলা হয় দিল্লির তরফে। পাক বিদেশমন্ত্রীর মন্তব্যর কঠোর প্রতিবাদ জানিয়ে নয়াদিল্লির পক্ষ থেকে বলা হয়েছে, 'বিলাওয়াল ভুট্টো যা বলেছেন, তা পাকিস্তানের মান অনুযায়ীও অত্যন্ত নিম্নরুচির।' এই ধরনের মন্তব্য থেকে বিরত থেকে বরং পাকিস্তানকে সন্ত্রাস দমনে মন দেওয়ার পরামর্শ দিয়েছে দিল্লি।