Tecno Spark 20 Pro 5G: টেকনো স্পার্ক ২০ প্রো ৫জি ফোনের (Tecno Sprak 20 Pro 5G) আনুষ্ঠানিক লঞ্চের আগে প্রকাশ্যে এসেছে ডিভাইসের ছবি। এর পাশাপাশি ভারতে টেকনো স্পার্ক ২০ প্রো ৫জি ফোনের দাম কত হতে পারে সেই সম্পর্কেও আভাস পাওয়া গিয়েছে। এক টিপস্টার টেকনো সংস্থার এই ফোনের (Tecno Smartphones) ছবি প্রকাশ করেছে। সেখান থেকে ফোনের ডিজাইনের পাশাপাশি বেশ কিছু ফিচার সম্পর্কেও জানা গিয়েছে। এর আগে টেকনো স্পার্ক ২০ প্রো ফোনের ৪জি ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হয়েছিল গতবছর অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বর মাসে। এবার এই ফোনের ৫জি ভ্যারিয়েন্ট লঞ্চ হতে চলেছে ভারতে। ৪জি মডেলের মতোই সবুজ রঙে ভারতে আসতে চলেছে টেকনো স্পার্ক ২০ প্রো ৫জি ফোন। 


টিপস্টার পারস গগলানি টেকনো স্পার্ক ২০ প্রো ৫জি ফোনের লাইভ ছবি প্রকাশ্যে এনেছেন। সেখানেই দেখা গিয়েছে যে এই ফোন সবুজ রঙে লঞ্চ হতে চলেছে দেশে। জুন মাসে ভারতের পাশাপাশি গ্লোবাল মার্কেটেও টেকনো সংস্থার এই ফোন লঞ্চের কথা রয়েছে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। 


ভারতে টেকনো স্পার্ক ২০ প্রো ৫জি ফোনের দাম কত হতে পারে, দেখে নিন 


এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম হতে পারে ১৪ হাজার টাকা থেকে ১৬ হাজার টাকার মধ্যে। এটিই সম্ভবত টেকনো স্পার্ক ২০ প্রো ৫জি ফোনের বেস মডেল হতে চলেছে। মোট তিনটি রঙে এই ফোন লঞ্চ হতে পারে বলে শোনা গিয়েছে। 


কী কী ফিচার থাকতে পারে টেকনো স্পার্ক ২০ প্রো ৫জি ফোনে, রইল তারই তালিকা 


ক্যামেরা ফিচার- টেকনো স্পার্ক ২০ প্রো ৫জি ফোনের ব্যাক প্যানেলে থাকতে চলেছে একটি প্রায় চৌকো আকৃতির রেয়ার ক্যামেরা মডিউল। তার চারধারে থাকবে সোনালি রঙের বর্ডার। এই ক্যামেরা মডিউল সজ্জিত থাকবে ফোনের ব্যাক প্যানেলে বাঁদিকে উপরের কোণে। সেখানে তিনটি ক্যামেরা সেনসর থাকবে। সঙ্গে থাকবে একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট। অর্থাৎ এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে চলেছে। ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে এই ক্যামেরা ইউনিটে। তার সঙ্গে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর থাকার কথা শোনা গিয়েছে। ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 



  • ফোনের মাঝখানের ফ্রেমের রং-ও হতে চলেছে সোনালি। ফোনের ডানদিকের বর্ডার অংশে থাকবে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন। 

  • টেকনো স্পার্ক ২০ প্রো ৫জি ফোনে ৬.৭৮ ইঞ্চির IPS LCD স্ক্রিন থাকতে পারে।

  • এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর থাকার কথা রয়েছে। 

  • এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। 


আরও পড়ুন- দাম কমেছে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ফোনের, কোথায় পাবেন ছাড়? কতটা কম দামে কিনতে পারবেন? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।