Tecno Smartphones: ভারতে লঞ্চ হতে চলেছে নতুন বাজেট সেগমেন্টের (Budget Smartphones) স্মার্টফোন। এবার লঞ্চ হবে টেকনো স্পার্ক ২০ (Tecno Spark 20)। আজ অর্থাৎ ৩০ জানুয়ারি টেকনো স্পার্ক ২০ ভারতে লঞ্চের কথা রয়েছে। এই ফোনের দাম ১০ হাজার টাকার আশপাশে হবে বলে শোনা গিয়েছে। আগে শোনা গিয়েছিল, টেকনো স্পার্ক ২০ ফোন ১০,৪৯৯ টাকায় ভারতে লঞ্চ হবে। যদিও টেকনো সংস্থা তাদের আসন্ন ফোনের দাম সম্পর্কে নির্দিষ্ট ভাবে কিছু ঘোষণা করেনি। ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে ভারতে। জানা গিয়েছে, দেশে লঞ্চের পর ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। 


টেকনো স্পার্ক ২০ ফোনের সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক



  • মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই ফোনের স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।

  • টেকনো স্পার্ক ২০ ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর থাকতে পারে।

  • এই ফোনে ৬.৬ ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে থাকার কথা শোনা গিয়েছে। রিফ্রেশ রেট হতে পারে ৯০ হার্টজ। 

  • টেকনো স্পার্ক ২০ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর এবং ০.৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকতে পারে। 

  • এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকারও সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে থাকতে পারে ফাস্ট চার্জিং সাপোর্ট। 

  • Cyber White, Gravity Black, Magic Skin Blue, Neon Gold- এই চারটি রঙে ভারতে লঞ্চ হতে পারে টেকনো স্পার্ক ২০ ফোন।

  • টেকনো স্পার্ক ২০ ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে এলইডি ফ্ল্যাশ থাকতে পারে।

  • ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।

  • ইউএসবি টাইপ-সি পোর্ট দিয়ে টেকনো স্পার্ক ২০ ফোনে চার্জ দেওয়া যাবে বলে শোনা গিয়েছে।

  • এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে থাকতে পারে এই ফোনে। এছাড়াও থাকতে পারে অ্যাপেলের ডায়নামিক আইল্যান্ডের মতো ফিচারের সাপোর্ট যেখানে সমস্ত নোটিফিকেশন, অ্যালার্ট দেখা যাবে। পলিকার্বোনেট উপকরণ দিয়ে তৈরি হতে পারে ফোন।

  • বড় সাইজের ডিসপ্লে থাকতে চলেছে এই ফোনে। Android 13 OS- এর সাপোর্ট থাকতে পারে টেকনো স্পার্ক ২০ ফোনে। এছাড়াও ইনবিল্ট ৮ জিবি র‍্যামের সঙ্গে আরও ৮ জিবি (এক্সটেনডেড) র‍্যামের সুবিধা পেতে পারেন ইউজাররা।

  • এই ফোনে ইউজারদের জন্য আগে থেকেই বেশ কয়েকটি ওটিটি মাধ্যমের সাবস্ক্রিপশন দেওয়া থাকবে বলে শোনা গিয়েছে। তবে কোন কোন ওটিটি মাহদ্যমের সাবস্ক্রিপশন পাওয়া যাবে তা জানা যায়নি।


আরও পড়ুন- ফেব্রুয়ারিতেই ভারতে আসছে Honor- এর নতুন ফোন, থাকতে চলেছে তাক লাগানো ফিচার