Telegram: হোয়াটসঅ্যাপের (WhatsApp) মতোই একটি মেসেজিং অ্যাপ টেলিগ্রাম (Telegram)। গত জুলাই মাসে এই অ্যাপে চালু হয়েছিল স্টোরি (Story) দেওয়ার ফিচার। সমস্ত ইউজারদের জন্য এই ফিচার চালু হয় অগস্ট মাসে। এবার আরও একটি নতুন আপডেট টেলিগ্রামে লঞ্চ হয়েছে। টেলিগ্রাম স্টোরিতে ইউজাররা মিউজিক যুক্ত করতে পারবেন। এছাড়াও টেলিগ্রাম স্টোরিতে রিঅ্যাকশন দেওয়া যাবে স্টিকারের সাহায্যে। এছাড়াও হোয়াটসঅ্যাপের মতো টেলিগ্রামেও ইউজাররা ভিউ ওয়ান্স মোডে মিডিয়া শেয়ার করতে পারবেন। মিডিয়া ফাইল সেন্ড এবং শেয়ার দু'ক্ষেত্রেই এই অপশন কাজে লাগানো যাবে। আবার পরিবর্তন করাও সম্ভব হবে। হোয়াটসঅ্যাপে চ্যানেল ফিচার চালু হয়েছে সম্প্রতি। টেলিগ্রামে এই ফিচার আগে থেকেই ছিল। জানা গিয়েছে, টেলিগ্রাম চ্যানেলেও স্টোরি শেয়ার করতে পারবেন ইউজাররা।
টেলিগ্রামের স্টোরি ফিচার অনেকটা ইনস্টাগ্রাম স্টোরির মতোই। ৬, ১২, ২৪ এবং ৪৮ ঘণ্টার জন্য স্টোরি আপলোড করতে পারবেন ইউজাররা। টেলিগ্রাম অ্যাকাউন্টের পাশাপাশি চ্যানেলেও এই স্টোরি আপলোড করা যাবে। আপাতত প্রিমিয়াম ইউজারদের থেকে বুস্ট পেলেই এই ফিচার টেলিগ্রাম চ্যানেলে কাজ করবে। একজন ইউজার প্রতি একটি বুস্ট দেবে টেলিগ্রাম প্রিমিয়াম, যেকোনও চ্যানেলেই এটা প্রযোজ্য হবে। একটি টেলিগ্রাম চ্যানেল বুস্ট পেলে একাধিক পর্যায় তৈরি হবে। এক একটি পর্যায় বা লেভেলের ক্ষেত্রে চ্যানেলের অ্যাডমিনরা একটি করে অতিরিক্ত স্টোরি পোস্ট করতে পারবেন প্রতিদিন। একটি টেলিগ্রাম চ্যানেলে থাকা স্টোরি কারা দেখতে পাবেন, আর কারা পাবেন না, সেটা ইউজাররা ঠিক করতে পারবেন। অর্থাৎ কোন চ্যানেল দেখা যাবে সেটা ঠিক করার ক্ষমতা থাকবে ইউজারদের হাতে।
টেলিগ্রাম ইউজাররা এবং টেলিগ্রাম চ্যানেলের ক্ষেত্রেও স্টোরিতে রিঅ্যাকশন স্টোরি এবং মিউজিক যুক্ত করতে পারবেন। ইউজাররা এবং চ্যানেলের ক্ষেত্রে স্টিকারে রিঅ্যাকশন দেওয়া যাবে। ভিউয়াররা সেখানে একটি ট্যাপ করে রেসপন্ড করতে পারবেন। প্রিমিয়াম ইউজাররা ৫টি রিঅ্যাকশন স্টিকার দিতে পারবেন এক একটি স্টোরিতে। এছাড়াও স্টোরিতে অডিও যোগ করার ক্ষেত্রে অরিজিনাল অডিও বেছে নিতে পারবেন ইউজাররা। এর পাশাপাশি ভিউ ওয়ান্স সেটিংসের ক্ষেত্রে ৩০ সেকেন্ডের একটি ডিসপ্লে মোডও পাবেন ইউজাররা। ভিউ ওয়ান মোডে পাঠানো মিডিয়া ফাইল একবার খুলে দেখে নিলে তা মুছে বা ডিলিট হয়ে যাবে। আর দেখা যাবে না। এই মিডিয়া ফাইলের স্ক্রিনশট নেওয়া যাবে না। সেভ করাও সম্ভব হবে না। এর পাশাপাশি নতুন ডিভাইস থেকে যতবার টেলিগারমে লগ-ইন করবেন, ততবারই একটি করে লগ-ইন আইডি পাঠানো হবে ইউজারের কাছে।
আরও পড়ুন- নতুন ভ্যারিয়েন্টে ভারতে হাজির ভিভো ওয়াই৫৬ ৫জি, কত র্যাম-স্টোরেজ রয়েছে? দামই বা কত?