কলকাতা : আইএসএল (ISL) অভিযানের শুরুতেই ধাক্কা খেল ইস্টবেঙ্গল (East Bengal)। জামশেদপুর এফসির বিরুদ্ধে ঘরের মাঠে আটকে গেল তারা। কার্লোস কুয়াদ্রাতের প্রশিক্ষণাধীন দলের আক্রমণের ঝাঁঝ বেশি থাকলেও লাল-হলুদের একসময়ের প্রাক্তনী টিপি রেহানেশকে টপকাতে ব্যর্থ হল। বরং খেলার শেষদিকে পড়শি রাজ্যের দলের ফুটবলারদের আক্রমণের ধারা আগলাতেই ব্যস্ত থাকলে হল ইস্টবেঙ্গল রক্ষণকে। দুই দলের কেউই প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে না পারায় ম্যাচ শেষ হল ০-০ ব্যবধানে। 


ডুরান্ত কাপের (Durand Cup) ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের কাছে হারলেও নতুন কোচের অধীনে যেভাবে রক্ষণ শক্তপোক্ত রেখে আক্রমণ মেলে ধরছে ইস্টবেঙ্গল, তাতে আশায় বুক বাঁধছেন সমর্থকরা। বিশেষ করে গত দু'মরশুমের ব্যর্থতার পর। ইন্ডিয়ান সুপার লিগের শুরুর ম্যাচে অবশ্য সমর্থকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ ইস্টবেঙ্গল। আগামী ৩০ সেপ্টেম্বর হায়দরাবাদ ও ৪ অক্টোবর বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে পরের দুটি ম্যাচ লাল-হলুদের।


জামশেদপুরের বিরুদ্ধে ৪-১-৪-১ ফর্মেশনে দল নামিয়েছিলেন লাল-হলুদ কোচ। সিঙ্গল স্ট্রাইকার হিসেবে জাভি সিভেরিও সেভাবে দাগ কাটতে ব্যর্থ হন এদিনের ম্যাচে। খেলা শুরুর কিছুক্ষণের মধ্যে নায়ক হয়ে যাওয়ার সুযোগ এসেছিল তাঁর কাছে। নিশু কুমারের ক্রস কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। প্রথমার্ধে আরও দুবার মিস করেন তিনি। প্রথমার্ধ শেষের খানিক আগে বোরহা হেরেরা ও তার পরপরই নাওরেম মহেশের জোড়া প্রয়াস ব্যর্থ করেন রেহানেশ।                          


দ্বিতীয়ার্ধে খেলার গতি অবশ্য বেশিরভাগ সময়েই থেকেছে ইস্টবেঙ্গলের বিপরীতে। ক্লেইটন সিলভা, রাকিপদের নামালেও কাজের কাজ হয়নি। খেলার শেষপর্বে বরং খানিক ক্লান্তই লেগেছে লাল-হলুদের ফুটবলারদের। সেই সময় একের পর এক আক্রমণ শানালেও জামশেদপুরও অবশ্য গোলমুখ খুলতে পারেনি।                                     


.






 


আরও পড়ুন- ঐতিহাসিক জোড়া সোনা, এশিয়ান গেমসের পদক তালিকায় যুগ্মভাবে ৫ নম্বরে ভারত


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial