Jio Recharge Plans: ভারতে ইতিমধ্যেই রিলায়েন্স জিও (Jio) সংস্থা ৫জি (5G) পরিষেবার বিটা টেস্টিং শুরু করেছে মুম্বই, দিল্লি, বারাণসী এবং কলকাতা- এই চারটি শহরে। বর্তমানে দেশজুড়ে চলছে ৫জি-র হাওয়া। কবে সারা দেশে ৫জি চালু হবে, ইউজাররা কবে এই পরিষেবা সহজ, সাবলীল ভাবে ব্যবহার করতে পারবেন, তাই নিয়েই চলছে আলোচনা। কিন্তু এর মধ্যেও দেখা গেল জিও ৪জি- র (Jio 4G) বেশ কয়েকটি রিচার্জ প্ল্যান রয়েছে যার সুযোগ-সুবিধা রীতিমতো নজরকাড়া। ফ্রি নেটফ্লিক্স থেকে আনলিমিটেড কল- একগুচ্ছ পরিষেবা রয়েছে এই সমস্ত রিচার্জ প্ল্যানে। সেগুলো কী কী একনজরে দেখে নিন।


রিলায়েন্স জিও-র ৩৯৯ টাকার প্ল্যান- এই ৪জি পোস্টপেড প্ল্যানে ইউজাররা মোট ৭৫ জিবি ডেতা পাবেন। দিনে ১০০ এসএমসের সুবিধাও পাওয়া যাবে। এর সঙ্গে থাকছে আনলিমিটেড ভয়েস কল এবং নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ও ডজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশন পাওয়ার সুযোগ।


জিও ৫৯৯ টাকার রিচার্জ প্ল্যান- এই প্ল্যানের মাধ্যমে ইউজারদের ২০০ জিবি ডেটা রোলওভার, ১০০ জিবি ডেটা ফ্ল্যাট রেট অনুসারে এবং তারপর এক জিবি ডেটার জন্য ১০ টাকা করে দিতে হবে। এর সঙ্গে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ও ডজনি প্লাস হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে। সেই সঙ্গে আনলিমিটেড কল ও ১০০ এসএমএসের সুবিধা থাকছে। এক্সট্রা একটি জিও সিমও পাবেন গ্রাহকরা। 


৭৯৯ টাকার প্ল্যান- জিও-র এই প্ল্যানে ১৫০ জিবি মোট ডেটা পাবেন ইউজাররা। ২০০ জিবি ডেটা রোলওভার এবং দুটো জিও সিমও পাবেন ইউজাররা। এর সঙ্গে আনলিমিটেড কল ও ১০০ এসএমএসের সুবিধা থাকছে। আর পাওয়া যাবে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ও ডজনি প্লাস হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন। 


৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান- এই প্ল্যানে ইউজাররা মোট ২০০ জিবি ডেটা পাবেন। তারপর ১ জিবি ডেটার জন্য দিতে হবে ১০ টাকা। এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পাবেন তিনটি জিও সিম। এটি একটি ফ্যামিলি রিচার্জ প্ল্যান। অন্যান্য রিচার্জ প্ল্যানের মতো রিলায়েন্স জিও-র এই রিচার্জ প্ল্যানেও থাকছে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ও ডজনি প্লাস হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন। তার সঙ্গে থাকছে আনলিমিটেড কল ও ১০০ এসএমএসের সুবিধা। 


রিলায়েন্স জিও-র ১৪৯৯ টাকার রিচার্জ প্ল্যান- ইউজাররা এই প্ল্যানে মোট ৩০০ জিবি ডেতা পাবেন। তারপর ডেটা শেষ হয়ে গেলে এক জিবি ডেটার জন্য দিতে হবে ১০ টাকা করে। এক্ষেত্রে ৫০০ জিবি ডেটা রোলওভার পাওয়ার সুযোগও থাকছে। এই প্ল্যানে অতিরিক্ত সুবিধা হিসেবে আন্তর্জাতিক কলের পরিষেবাও পাওয়া যাবে। এছাড়াও থাকছে আনলিমিটেড কল ও ১০০ এসএমএসের সুবিধা। এর পাশাপাশি ইউজাররা পাবেন নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ও ডজনি প্লাস হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন।