Mukesh Ambani: আজ থেকে ৫ বছর আগে ভারতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল এই চিনা অ্যাপকে। ২০২০ সালে নিষিদ্ধ হওয়ার পরে এখন আবার ভারতের বাজারে (Chinese App) আসছে এই অ্যাপ। মুকেশ আম্বানির রিলায়েন্স রিটেল (Reliance) সংস্থার সঙ্গে অংশীদারিত্ব করে বাজারে আসছে এই চিনা অ্যাপ। সংস্থার নাম শিন। ফ্যাশন অ্যাপ শিন এবার ভারতেও ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। রিলায়েন্সের জন্য একটি বাণিজ্যিক কৌশল হতে চলেছে এই চিনা অ্যাপের বিস্তৃতি।


কবে নিষিদ্ধ হয়েছিল এই অ্যাপ


২০২০ সালের জুন মাসে ভারত-চিন সীমান্তে বিরোধের কারণে ভারত সরকার মোট ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছিল দেশে। এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল শিন অ্যাপও। জাতীয় নিরাপত্তা এবং তথ্য সুরক্ষাজনিত উদ্বেগ কাটাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কেন্দ্র সরকারের তরফে। সরকারের ভয় ছিল যে এই অ্যাপগুলি দেশের নাগরিকদের তথ্য চুরি করে নিতে পারে এবং চিন সরকারের কাছে তা পৌঁছে যেতে পারে। 'আত্মনির্ভর ভারত' অভিযানের অধীনে স্থানীয় ব্যবসার প্রচারের লক্ষ্যে বহু বিদেশি সংস্থাকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল এই সময়।


রিলায়েন্স রিটেলের সঙ্গে অংশীদারিত্ব


শিন অ্যাপের প্রত্যাবর্তনের মূল কারণ রিলায়েন্স রিটেলের সঙ্গে অংশীদারিত্ব। রিলায়েন্স তাদের ফ্যাশন ও লাইফস্টাইল প্ল্যাটফর্ম আজিও-র মাধ্যমে শিন-এর পণ্য বিক্রির পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে। এই সহযোগিতার মাধ্যমে ভারতের বাজারে এই অ্যাপ ফের স্বীকৃতি ফিরে পাবে এবং এটি সহজেই তথ্য সুরক্ষা ও নিষেধাজ্ঞা সম্পর্কিত নিয়মগুলি পরিচালনা করতে সক্ষম হবে।


শিন অ্যাপের বাণিজ্যিক কৌশল


ভারতীয় গ্রাহকদের কাছে পৌঁছানোর একটি বড় উপায় অবলম্বন করেছে এই শিন অ্যাপ। রিলায়েন্স রিটেলের শক্তিশালী উপস্থিতি ও বিপণন ক্ষমতা স্থানীয় গ্রাহকদের মধ্যে শিনকে জনপ্রিয় করতে সাহায্য করবে। শিন অ্যাপের প্রধান গ্রাহকরা হল ভারতের যুবতীরা এবং জেন-জি সম্প্রদায় যারা সাশ্রয়ী দামে নতুন ফ্যাশন ট্রেন্ডের পোশাক কিনতে পছন্দ করেন। এই শিন সংস্থা অনেক কম দামে পোশাক বিক্রি করে থাকে, যা কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য অত্যন্ত পছন্দের, আর এই বাজেট ক্রেতাদের মনে আকর্ষণ সৃষ্টির জন্য যথেষ্ট।


ম্যাকাফি মোবাইল রিসার্চ এই ১৫টি ভুয়ো অ্যাপ চিহ্নিত করেছে। এর মাধ্যমে অনেক কম সুদের হারে বড় অঙ্কের লোন পাইয়ে দেওয়ার লোভ দেখানো হত মানুষকে। এই অ্যাপগুলিকেও নিষিদ্ধ করা হয়েছে সম্প্রতি। 


আরও পড়ুন: Cryptocurrency: ট্রাম্পের এক সিদ্ধান্তেই উধাও ৫০০ বিলিয়ন ডলার, হাহাকার ক্রিপ্টোর বাজারে