Electric Scooter: ওলা ইলেকট্রিকের পক্ষ থেকে একটি ফ্ল্যাশ সেলের আয়োজন করা হয়েছে হোলি উপলক্ষ্যে। শুধুমাত্র ওলার এস ওয়ান রেঞ্জের বৈদ্যুতিন স্কুটারগুলিতেই (Electric Scooter) পাওয়া যাবে এই ছাড়ের সুযোগ। এই ডিসকাউন্টের অধীনে (Ola Electric) এস ওয়ান এয়ার স্কুটারে সর্বোচ্চ ২৬,৭৫০ টাকা এবং এস ওয়ান এক্স প্লাস স্কুটারে আপনি সর্বোচ্চ ২২ হাজার টাকার ছাড় (Ola Discount Offer) পেয়ে যাবেন। এই স্কুটার মডেলগুলির দাম শুরু হচ্ছে যথাক্রমে ৮৯,৯৯৯ টাকা এবং ৮২,৯৯৯ টাকা থেকে।


কতদিন চলবে এই সেল


এই ফ্ল্যাশ সেল চলবে সীমিত সময়ের জন্য। ১৩ মার্চ থেকে শুরু হয়েছে এই সেল, চলবে আগামী ১৭ মার্চ পর্যন্ত। এর পাশাপাশি ওলা ইলেকট্রিক অতিরিক্ত ২৫ হাজার টাকার ছাড়ের সুযোগ দিচ্ছে এস ওয়ান রেঞ্জের বাকি মডেলগুলিতেও। এর মধ্যে রয়েছে এস ওয়ান রেঞ্জের জেন ৩-র সমস্ত মডেলগুলি। বলে রাখা ভাল এই ছাড়ের পরে এই বৈদ্যুতিন স্কুটারগুলির দাম হবে ৬৯ হাজার টাকা থেকে ১ লক্ষ ৭৯ হাজার ৯৯৯ টাকার মধ্যে। এছাড়া বাড়তি ১০ হাজার ৫০০ টাকার ছাড়ও দিচ্ছে এই সমস্ত স্কুটারে। যে সমস্ত নতুন গ্রাহকরা এস ওয়ান রেঞ্জের জেন ২ স্কুটার কিনবেন, তারা এক বছরের জন্য বিনামূল্যে মুভ ওএস প্লাস সফটওয়্যারের সুবিধে পাবেন।


এছাড়া ১৪,৯৯৯ টাকার বর্ধিত ওয়্যার‍্যান্টি এই স্কুটারগুলিতে পাওয়া যাবে মাত্র ৭৪৯৯ টাকাতে। ওলার জেনারেশন ৩ পোর্টফোলিওতে রয়েছে এস ওয়ান প্রো প্লাস ৫.৩ কিলোওয়াট আওয়ার এবং ৪ কিলোওয়াট আওয়ারের। এগুলির দাম রয়েছে যথাক্রমে ১ লাখ ৮৫ হাজার টাকা এবং ১ লাখ ৫৯ হাজার ৯৯৯ টাকা।


এস ওয়ান রেঞ্জের প্রোডাক্টের এমন দাম রয়েছে


এস ওয়ান প্রো-র দুটি ব্যাটারি বিকল্প রয়েছে- ৪ কিলোওয়াট আওয়ার এবং ৩ কিলোওয়াট আওয়ারের যেগুলির দাম রয়েছে ১ লক্ষ ৫৪ হাজার ৯৯৯ টাকা এবং ১ লক্ষ ২৯ হাজার ৯৯৯ টাকা। এস ওয়ান এক্স স্কুটারটির ২ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক মডেলের দাম ৮৯,৯৯৯ টাকা, ৩ কিলোওয়াট আওয়ারের দাম ১ লাখ ২ হাজার ৯৯৯ টাকা আর ৪ কিলোওয়াট আওয়ারের মডেলের দাম ১ লাখ ১৯ হাজার ৯৯৯ টাকা।


আরও পড়ুন: Multibagger Stock: ২ টাকার স্টক আজ ৯০০ টাকায় ! ১ লাখ থেকেই ৩ কোটি রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা


Car loan Information:

Calculate Car Loan EMI