Whatsapp Scam: হোয়াটসঅ্যাপ- (Whatsapp) বিশ্বের জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের (Instant Messaging App) মধ্যে অন্যতম। আজকাল প্রায় সকলের হাতেই রয়েছে স্মার্টফোন। আর সেখানে অবশ্যই রয়েছে হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপ। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ইউজারদের সুরক্ষার জন্য একাধিক প্রাইভেসি ফিচার চালু করেছে ইতিমধ্যেই। কিন্তু তারপরেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে মাঝে মাঝেই প্রতারিত হন ইউজাররা। বিশ্বের প্রায় সর্বত্রই রয়েছে এই প্রতারণার ফাঁদ। সম্প্রতি হোয়াটসঅ্যাপের মাধ্যমে এক নতুন ধরনের প্রতারণার খবর প্রকাশ্যে এসেছে। Android Authority-র রিপোর্ট অনুসারে, সম্প্রতি হোয়াটসঅ্যাপে একটি bug দেখা গিয়েছে, যার প্রভাবে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড অ্যাপ ক্র্যাশ করে যাচ্ছে। সাধারণত হোয়াটসঅ্যাপে ইউজাররা নিয়মিত আপডেট পেয়ে থাকেন। এছাড়াও হোয়াটসঅ্যাপে ইউজারদের যাবতীয় তথ্য এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকে। কিন্তু তারপরেও এই নতুন bug- এর হানা রোখা যায়নি। 


কীভাবে এই bug- এর মাধ্যমে প্রতারণার শিকার হচ্ছেন হোয়াটসঅ্যাপ ইউজাররা


জানা গিয়েছে, এই bug কার্যকর হচ্ছে তখন, যখন ইউজাররা হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে আসা wa.me/settings- এই জাতীয় কোনও লিঙ্ক খুলছেন। এমনিতে এই লিঙ্কে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ অ্যাপের সেটিংস পেজ খোলা উচিত। কিন্তু বর্তমানে wa.me/settings লিঙ্ক ক্লিক করে খুলতে গেলে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড অ্যাপ ক্র্যাশ করে যাচ্ছে। ব্যক্তিগত চ্যাট হোক বা গ্রুপ চ্যাট, দু'ক্ষেত্রেই প্রভাব ফেলছে এই bug। হোয়াটসঅ্যাপ বিজনেসের ক্ষেত্রেও রয়েছে এই bug-এর প্রভাব। তবে ক্র্যাশ করার পর নিজে থেকেই আবার চালু হচ্ছে অ্যাপ। অ্যান্ড্রয়েড হোয়াটসঅ্যাপের 2.23.10.77 version-এ এই bug মূলত প্রভাব ফেলছে। অন্যান্য ভার্সানেও প্রভাব পড়েছে বা পড়তে পারে। 


Whatsapp Features: ইউজারদের সুবিধার জন্য একাধিক ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ (Whatsapp) সংস্থা। তবে এর মধ্যে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ ফিচার (Whatsapp Features), যা খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। এর মধ্যে একটি হল, ইউজাররা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ফোন নম্বর লুকিয়ে রেখে ইউজার নেম (User Name) দিতে পারবেন। আর একটি হল, ভিডিও কলের (Video Call) সময় স্ক্রিন শেয়ার (Screen Share) করতে পারবেন ইউজাররা। এই দুই ফিচার নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে হোয়াটসঅ্যাপ সংস্থা। সম্প্রতি হোয়াটসঅ্যাপে চালু হয়েছে মেসেজ এডিট এবং চ্যাট লক ফিচার। এছাড়াও এখন একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একাধিক ফোনে ব্যবহারের সুযোগও পান ইউজাররা। 


আরও পড়ুন- আমের পরে ঠান্ডাপানীয় খেলে সত্যিই বিপদ? না কি শুধুই রটনা?