মুম্বই: এই ছবি যেমন একদিকে তৈরি করেছে বিতর্ক, তেমন অন্যদিকে পেয়েছে সাফল্যও। 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story)-এখনও চর্চায়, শিরোনামে। আর এই ছবির মুখ্যচরিত্রে অভিনয় করে বিশেষভাবে নজর কেড়েছেন অভিনেত্রী আদাহ শর্মা (Adah Sharma)। এর আগেও একাধিক ছবিতে অভিনয় করেছিলেন আদাহ। কিন্তু 'দ্য কেরালা স্টোরি' নিঃসন্দেহে তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিল। 


তবে এই ছবিকে ফুটিয়ে তুলতে যথেষ্ট পরিশ্রম করেছিলেন আদাহ। আজ সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করে নিয়েছেন আদাহ। গল্পের প্রয়োজনে প্রয়োজন ছিল ফাটা ঠোঁটের। শ্যুটিং... বাস্তব পরিস্থিতিতে পর্দায় ফুটিয়ে তোলার জন্য ৪০ ঘণ্টা জল না খেয়ে ছিলেন আদাহ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। প্রচন্ড গরমে টানা শ্যুটিং, আদাহর ত্বকে মেকআপ না সত্য ক্ষত, ছবি দেখে আন্দাজ করা কঠিন। 


বিতর্কের মধ্যেই সুদীপ্ত সেন (Sudipto Sen) পরিচালিত এবং বিপুল শাহ (Vipul Shah) প্রযোজিত 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) বিশ্বের নানা প্রান্ত থেকে প্রশংসা ও ভালবাসা পাচ্ছে। বক্স অফিসেও একের পর এক রেকর্ড ভেঙেছে এই ছবি। কিন্তু এত ভালবাসা পেলেও অনেকেই এখনও এই ছবির বিরুদ্ধে সুর চড়াচ্ছেন। এই ছবির গল্প বা বিষয়বস্তুর বিরোধিতা হয়েছে অনেক জায়গায়। সম্প্রতি এক ঘটনায় বিপুল শাহ হুমকির কারণে নিরাপত্তা বাড়িয়েছেন। মরিশাস (Mauritius) থেকে একটি থিয়েটার ফ্র্যাঞ্চাইজি (theatre franchise) তাঁকে একটি বার্তা পাঠিয়েছে যাতে MCine থিয়েটারে 'দ্য কেরালা স্টোরি' সিনেমাটি চলার কারণে বোমা লাগানোর হুমকি দেওয়া হয়েছে। 


মরিশাসের থিয়েটারে 'দ্য কেরালা স্টোরি' দেখানো হলে বোমা বিস্ফোরণ করার হুমকি দেওয়া হল নির্মাতাদের। পাঠানো হল খোলা হুমকি চিঠি। কী লেখা ছিল চিঠিতে?  'স্যার/ম্যাডাম: MCine-কে আগামীকাল ধ্বংস করে দেওয়া হবে কারণ আপনাদের সিনেমা হলে আমরা বোমা প্লান্ট করছি, আপনারা সিনেমা দেখতে চান তো, ঠিক আছে আগামীকাল খুব সুন্দর একটা সিনেমা দেখতে পাবেন। আমাদের কথা মিলিয়ে নেবেন, কাল শুক্রবার। 'দ্য কেরালা স্টোরি'র জন্য MCine-তে বোমা প্লান্ট করছি।' একাধিক সূত্র মারফত খবর, সন্ত্রাসবাদী সংগঠন 'আইসিস' সমর্থকেরাই এই হুমকি চিঠি পাঠিয়েছে।


শুধু তাই নয়, এর আগে একবার দুর্ঘটনার কবলে পড়েছিলেন ছবির নায়িকা আদাহ শর্মা (Adah Sharma)। তবে আদাহ জানিয়েছিলেন, এই ঘটনা একেবারেই কাকতালীয়। প্রতিবাদ, প্রতিরোধ পেরিয়েও বক্স অফিসে অব্যহত দ্য কেরালা স্টোরির জয়যাত্রা।


আরও পড়ুন:  Health Tips: আমের পরে ঠান্ডাপানীয় খেলে সত্যিই বিপদ? না কি শুধুই রটনা?


আরও পড়ুন: Turmeric: ত্বকের পরিচর্যায় হলুদের গুণ অপরিসীম, কীভাবে ব্য়বহার করবেন?