Mobile Recharge Hike: জিও ও এয়ারটেলের নয়া রিচার্জ প্ল্যান শুরু হচ্ছে ৩ জুলাই থেকে। অন্যদিকে ভোডাফোনের নতুন রিচার্জ প্ল্যান শুরু হচ্ছে ৪ জুলাই থেকে। এই পরিস্থিতিতে অনেকেই বাড়তি খরচ বাঁচাতে আগেভাগে পুরনো প্ল্যানেই রিচার্জ করে নিচ্ছেন। কিন্তু কোন কোন প্ল্যানগুলি এই সময় রিচার্জ করলে বেশিসুবিধা পাবেন ? কোন টেলিকম সংস্থার কোন প্ল্যান এখন রিচার্জ করে রাখলে দীর্ঘমেয়াদে লাভদায়ক ? আসুন জেনে নেওয়া যাক।


রিচার্জের আগে সাধারণ কিছু টিপস 



  • যে প্ল্যানই রিচার্জ করুন না কেন, মনে রাখতে হবে, বেশিদিনের প্ল্যান রিচার্জ করালে কম টাকা লাগবে।

  • রিচার্জের সময় ৫জি প্ল্যান রিচার্জ করাই শ্রেয়। যদি দুই বছরের জন্য রিচার্জ করেন, আর তার মধ্যে ফোন বদলাতে হয় বা ৫জি নেটের দরকার হয়, তখন সমস্যা হতে পারে।

  • নয়া রিচার্জ প্ল্যানে সবকটাই ৫জি হবে না কিছু কিছু ৫ জি হবে, তা এখনও নিশ্চিত নয়। তাই রিচার্জের সময় এটি খেয়াল রাখুন।

  • রাত বারোটার আগে রিচার্জ করাতে হবে।


এয়ারটেলের কোন প্ল্যান রিচার্জ করবেন ?



  • আগাম রিচার্জ আগামী ৭৩০ দিন অর্থাৎ ২ বছরের জন্য করা যাবে। তার পর থেকে নতুন প্ল্যান রিচার্জ করতে হবে।

  • তাই দুই বছরের জন্য রিচার্জের পরিকল্পনা প্ল্যান 

  • যেসব ইউজাররা ১৫৫, ১৭৯, ১৯৯, ২৮৯, ২৯৬, ৪৫৫, ৫০৯, ১৭৯৯ প্ল্যানগুলি রিচার্জ করিয়ে থাকেন, তাদের ওই একই প্ল্যান রিচার্জ করতে হবে। অন্য কোনও প্ল্য়ান তারা নিতে পারবেন না।

  • তবে ২০৯, ২৩৯, ২৬৫, ২৯৯,৩১৯,৩৫৯, ৩৯৯, ৪৭৯, ৪৯৯, ৫১৯, ৫৪৯, ৬৬৬, ৬৯৯, ৭১৯, ৭৭৯, ৮৩৯, ৮৬৯, ৯৯৯, ১৪৯৯, ২৯৯৯ ও ৩৩৫৯ প্ল্যানের যারা রিচার্জ করান, তারা পরবর্তী প্ল্যান হিসেবে যেকোনও প্ল্যানই রিচার্জ করিয়ে নিতে পারেন।


জিও-র কোন প্ল্যান রিচার্জ করবেন ?



  • জিও-র রিচার্জের ব্যাপারে এমন কোনও বাধ্যবাধকতা নেই।

  • ফলে যতদিনের জন্য ইচ্ছে রিচার্জ করাতে পারেন।তবে এক্ষেত্রেও খেয়াল রাখুন ১ বছরের ৫জি-তে লাভ বেশি।


ভোডাফোনের কোন প্ল্যান রিচার্জ করবেন ?



  • ভোডাফোনের প্ল্যানের ক্ষেত্রেও এয়ারটেলের এমন কোনও নিয়ম নেই। ফলে ১ বছরের প্ল্যান রিচার্জ করাতে পারেন।


আরও পড়ুন - BSNL 30 Days Cheapest Plan: Jio, Vi, Airtel ট্যারিফ বাড়ালেও BSNL-র এই প্ল্যানগুলি এখনও সাশ্রয়ী, সস্তা কোন কোন সে প্ল্যান ?


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।