BSNL 30 Days Cheapest Plan: দাম বাড়িয়েছে প্রায় সকলেই। আর ২৪ ঘন্টার মধ্যেই নয়া দামের প্ল্যানগুলি সক্রিয় হতে চলেছে। তবে এয়ারটেল, ভোডাফোন ও জিও-র এই দাম বাড়ানোর চক্কর থেকে অনেকটাই দূরে রয়েছে বিএসএনএল — ভারত সঞ্চার নিগম লিমিটেড। বরং এই সরকারি টেলিকম সংস্থাটির ৩০ দিনের প্ল্যান অনেক দিক থেকেই বেশ সাশ্রয়ী। বর্তমানে পশ্চিমবঙ্গে চালু রয়েছে এমন কিছু প্ল্যানের কথা উল্লেখ করা হল এখানে।
বিএসএনএল-র ৩০ দিনের সাশ্রয়ী প্ল্যান
রিচার্জ প্ল্যান
- ২ জিবি পার ডে প্ল্যান এক্সটেনশন প্যাক - ১৯৯ টাকা
ভয়েস ভাউচার প্ল্যান
- ভয়েস কল ১০ পয়সা প্রতি মিনিট অন নেট ও ৩০ পয়সা প্রতি মিনিট - ৮৮
টাকা - ১০ জিবি ডেটা। আনলিমিটেড কল - ১৪৭ টাকা
- ১০ টাকার টক ভ্যালু। ৫০ জিবি হাই স্পিড ডেটা। আনলিমিটেড ভয়েস
কল। ১০০টা এসএমএস প্রতি দিন - ২৪৭ টাকা - আনলিমিটেড ভয়েস কল। প্রতিদিন ৩ জিবি আনলিমিটেড ডেটা। ১০০টি
এসএমএস প্রতি দিন- ২৯৯ টাকা।
ডেটা ভাউচার প্ল্যান
- ফোন করার সুযোগ সুবিধা এতে নেই। ৪০ জিবি ডেটা - ১৫১ টাকা।
- ২০০ মিনিট ভয়েস কল। ৩ জিবি ডেটা - ৯৪ টাকা।
- ৫০০ এমবি ডেটা। টক ভ্যালু ১৫০ টাকা প্রতি এসএমএস ১০ পয়সা, প্রতি কলের রেট ২৫ পয়সা। - ১৯৯ টাকা।
- ১২০ জিবি ডেটা। আনলিমিটেড ভয়েস কল - ৩৯৮ টাকা।
অন্যান্য ভাউচার প্ল্যান
- ২৩ মিনিট জ্যোতিষ পরামর্শের জন্য বিশেষ ভ্যালু অ্যাডেড সার্ভিস - ২৩ টাকা
- ৩১ মিনিট জ্যোতিষ পরামর্শের জন্য বিশেষ ভ্যালু অ্যাডেড সার্ভিস - ৩১ টাকা
- ৮১ মিনিট জ্যোতিষ পরামর্শের জন্য বিশেষ ভ্যালু অ্যাডেড সার্ভিস - ৮১ টাকা
এছাড়াও, বিএসএনএল-র যে প্ল্যান এক্সটেনশন ও মাইগ্রেন প্ল্যানগুলি রয়েছে, সেই প্ল্যানগুলি মূল রিচার্জ প্ল্যানের মতোই। অর্থাৎ এক অর্থে সাশ্রয়ী বটে।
আগামীকাল থেকেই বাড়ছে দাম
আগামীকাল থেকেই বিভিন্ন টেলিকম সংস্থাগুলির নয়া দাম চালু হবে। বিভিন্ন প্ল্যানের দাম অন্তত ২১ শতাংশ বাড়িয়েছে এয়ারটেল। অন্যদিকে অন্যান্য সংস্থা যেমন জিও দাম বাড়িয়েছে প্রায় ২৬ শতাংশ পর্যন্ত। পাশাপাশি ভোডাফোন এই দুই সংস্থা দাম বাড়ানোর পর দিন দাম বাড়িয়ে দেয়। দাম বাড়ায় প্রায় একই হারে। এই আবহে দাম এক রেখেছে বিএসএনএল।
আরও পড়ুন - BSNL New Plan: Jio, Airtel, VI-এর ট্যারিফ বৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য কী সুবিধা নিয়ে এল BSNL ?
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।