Tech News: আগে কেবল স্বচ্ছ ব্য়াক কভারের স্মার্টফোন দেখেছিল বিশ্ব। নাথিং ফোনের সৌজন্যে এই ট্রান্সপারেন্ট মোবাইল পেয়েছিল ক্রেতা। এবার একধাপ এগিয়ে দুই দিকেই স্বচ্ছ প্যানেলের ফোন দেখা গেল ভিডিওতে। সম্প্রতি টেক সাইটগুলির সৌজন্যে এই ফোনের ভিডিয়ো প্রকাশ্য়ে এসেছে।
Transparent Smartphone: এখনও পর্যন্ত আমরা বাজারে ফোল্ডেবল ও রোলেবল ডিসপ্লে সহ স্মার্টফোন দেখেছি। Samsung, Oppo, Vivo, Xiaomi, Motorola এর মতো অনেক কোম্পানি তাদের ফোল্ডেবল স্মার্টফোন বাজারে এনেছে। চলতি বছরেই নাথিং ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল সহ নথিং ফোন (1) লঞ্চ হয়েছে। এর স্বচ্ছ ব্যাক প্যানেল অনেক মানুষকে আকৃষ্ট করেছে। টেক সাইটগুলির রিপোর্ট বলছে, আগামীদিনে পুরোপুরি ট্রান্সপারেন্ট স্মার্টফোনও আসতে পারে বাজারে। ইতিমধ্যেই এরকমই একটি কনসেপ্ট স্মার্টফোনের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে।
Tech News: স্মার্টফোন হবে 'ট্রান্সপারেন্ট'
স্বচ্ছ বডির এই স্মার্টফোনের কনসেপ্ট ভিডিওতে ফোনের ব্যাটারি ও হার্ডওয়্যার দেখা যাচ্ছে না। এই স্মার্টফোনটির বডি দেখতে অনেকটা কাঁচের মতো। একটি আয়না যার মাধ্যমে কেউ দেখতে পায়। স্বচ্ছ এই স্মার্টফোনের ভিডিও অনেক মানুষকে আকৃষ্ট করছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও নিয়ে প্রচুর মন্তব্য করছেন ব্যবহারকারীরা।
Transparent Smartphone: স্বচ্ছ স্মার্টফোনের বৈশিষ্ট্য
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই স্মার্টফোনটি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এতে স্বচ্ছ ওয়্যারলেস চার্জিং ফিচার পাওয়া যাবে। এই স্মার্টফোনটির কনসেপ্ট ভিডিও থেকে স্পষ্ট , যে এটি একটি অ্যান্ড্রয়েড ফোন। এতে গুগল প্লে স্টোরের আইকন দেখা যাচ্ছে। এছাড়াও ওপরে একটি নোটিফিকেশন প্যানেল রয়েছে। তবে কোন স্মার্টফোন ব্র্যান্ড এই ফিউচারিসটিক ফোন তৈরি করতে চলেছে, তা এখনও স্পষ্ট নয়।
Tech News: অনেক কনসেপ্টের ভিডিও ভাইরাল
আপনি ইউটিউবে এরকম অনেক স্বচ্ছ স্মার্টফোনের কনসেপ্ট ভিডিও পাবেন। স্মার্টফোন নির্মাতারা গত কয়েক বছরে অনেক ডিসপ্লে আপগ্রেড করেছে। মনে করা হচ্ছে, আগামী বছরগুলিতে আমরা এই স্মার্টফোনগুলি দেখতে পাব। অনুমান করা হচ্ছে, অনেক কোম্পানিই এমন ডিসপ্লে আনতে পারে, যা হবে সম্পূর্ণ স্বচ্ছ।
Innova Hycross: সামনে এল ইনোভা হাইক্রসের একাধিক ছবি, এই তারিখে লঞ্চ হবে গাড়ি