শান্তনু নস্কর ও হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা: নাবালিকার বিয়ে (minor marriage) বন্ধ করতে গিয়ে ক্যানিংয়ে (Canning) ধুন্ধুমার। আক্রান্ত পুলিশ কর্মী-সহ ২। এস আই (SI) ও ভিলেজ পুলিশের (Village Police) আক্রান্ত হওয়ার খবর মিলেছে।


ক্যানিংয়ে আক্রান্ত পুলিশ কর্মী-সহ ২


নাবালিকার বিয়ে বন্ধ করতে গিয়েছিলেন। সেখানেই এসআই ও ভিলেজ পুলিশকে ইট দিয়ে মেরে মাথা ফাটানোর অভিযোগ উঠল নাবালিকার প্রতিবেশীদের বিরুদ্ধে। অভিযোগ ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়িও।


এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে ক্যানিং থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর মিলেছে মৌখালি এলাকার বাসিন্দা ১৭ বছরের কিশোরীর সঙ্গে এক নাবালকের প্রেম ছিল। গতকাল দু’জনের বিয়ের আয়োজন করা হয়। এই খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ সেখানে পৌঁছয়। সূত্রের খবর, পুলিশ আসার খবর পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় নাবালিকা সহ পরিবারের লোকজন। এরপর অভিযোগ, পুলিশ তাদের বাড়িতে পৌঁছনোর পর, তাদের গাড়িতে হামলা চালানো হয়। পুলিশ কর্মীদের ঘিরে ধরে মারধরও করা হয় বলে অভিযোগ। পরে ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী আক্রান্ত এসআই ও ভিলেজ পুলিশকে উদ্ধার করে। এই ঘটনায় পুলিশ সঞ্জয় মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে।


আইনকে মান্যতা না দিয়ে নাবালিকার বিয়ে দেওয়ার খবর পায় ক্যানিং থানার পুলিশ। গতকাল ক্যানিং থানার অন্তর্গত মৌখালি অঞ্চলে সেই বিয়ের আসর বসে। খবর মিলতেই সেখানে পৌঁছয় ক্যানিং থানার সাব-ইন্সপেক্টর সহ ভিলেজ পুলিশ। স্বভাবতই আইন বিরুদ্ধ কাজ হচ্ছে বলে তাঁরা তা বন্ধ করার জন্য বলেন। তখনই নাবালিকার প্রতিবেশীরা পুলিশের ওপর চড়াও হয় বলে অভিযোগ। যে গাড়ি করে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় সেই গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, ইট দিয়ে পুলিশের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। সেই খবর মিলতেই ক্যানিং পুলিশ স্টেশন থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে আক্রান্ত কর্মীদের উদ্ধার করে। 


আরও পড়ুন: North 24 Paraganas: তৃণমূলের ২ গোষ্ঠীর 'বিবাদ', আক্রান্ত কনস্টেবল, গ্রেফতার তৃণমূল নেতা-সহ ৪১


পুলিশ সূত্রে খবর, যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের চিহ্নিত করার কাজ চলছে। একজনকে গ্রেফতারও করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট করা, কর্তব্যরত অবস্থায় থাকা সরকারি কর্মীদের মারধর করা, এসব বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করে তাদের আদালতে পেশ করা হবে। বাকি অভিযুক্তদের চিহ্নিতকরণের কাজ চলছে বলেই খবর পুলিশ সূত্রে।