Smartphone to TV Remote: টিভির রিমোট (TV Remote) হারিয়ে ফেলেছেন? কিংবা খারাপ হয়েছে টিভির রিমোট? এদিকে পছন্দের ধারাবাহিক দেখতে পাবেন না বলে মন খারাপ হচ্ছে? রিমোট হারালেও কুছ পরোয়া নেহি। নিমেষেই আপনার স্মার্টফোন (Smartphone) হয়ে উঠবে টিভির রিমোট। এর জন্য সহজ কয়েকটি পদ্ধতি অনুসরণ করতে হবে। কী কী করতে হবে একঝলকে দেখে নিন। তবে এক্ষেত্রে আপনার টিভি একটি অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি হতে হবে। তাহলেই গুগল টিভি অ্যাপের সাহায্যে ফোনের মাধ্যমেই টিভি সেট পরিচালনা করতে পারবেন আপনি। আইফোন ইউজারদের ক্ষেত্রেও থাকছে এই সুবিধা। এবার দেখে নেওয়া যাক কীভাবে আপনার স্মার্টফোন হয়ে উঠবে টিভির রিমোট।


অ্যান্ড্রয়েড ইউজাররা কী কী করবেন 



  • প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে 

  • এরপর গুগল টিভি অ্যাপ ফোনে ডাউনলোড করে ইনস্টল করতে হবে

  • আপনার টিভি এবং ফোন যেন একই ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযুক্ত থাকে সেদিকে নজর দিতে হবে

  • টিভিতে ব্লুটুথ সাপোর্ট করলে এই ফিচারও ব্যবহার করতে পারেন আপনি

  • এবার ফোনের মধ্যে গুগল টিভি অ্যাপ চালু করুন

  • স্ক্রিনের নীচে ডানদিকের কোণে যে রিমোট বাটন রয়েছে সেখানে ট্যাপ করতে হবে

  • এবার অ্যাপের সাহায্যে উপলব্ধ ডিভাইস স্ক্যান করা হবে

  • আপনার টিভি সেট খুঁজে পাওয়া গেলে তালিকা থেকে তা বেছে নিতে হবে 

  • এরপর টিভি স্ক্রিনে একটি ইউনিক কোড দেখতে পাওয়া যাবে 

  • এই কোড আপনাকে অ্যাপের মধ্যে এন্টার করতে হবে অর্থাৎ দিতে হবে

  • তাহলে টিভি এবং আপনার ফোনের পেয়ারিং সফলভাবে সম্পন্ন হবে

  • একবার পেয়ারিং হয়ে গেলে আপনার স্মার্টফোন একটি টিভি রিমোটে পরিণত হবে

  • অনায়াসে রিমোটের সব কাজ আপনি ফোনের মাধ্যমেই করতে পারবেন 


আইফোন ইউজাররা কী কী করবেন



  • প্রথমে আপনার আইফোন এবং টিভি একই ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযুক্ত করতে হবে 

  • এবার অ্যাপেল অ্যাপ স্টোরে গিয়ে গুগল টিভি অ্যাপ ডাউনলোড করে আইফোনে ইনস্টল করতে হবে

  • আইফোনে এই অ্যাপ খুলতে হবে এবং স্ক্রিনের নীচে ডানদিকের কোণে থাকা টিভি রিমোট আইকনে ট্যাপ করতে হবে

  • এবার অ্যাপের মাধ্যমে আপনাআপনি টিভির জন্য সার্চ শুরু হবে

  • যদি কোনওভাবে টিভির মডেল খুঁজে পাওয়া না যায় তাহলে ম্যানুয়াল স্ক্যান করার সুবিধাও থাকছে

  • এক্ষেত্রে স্ক্যান ফর ডিভাইস বাটনে ট্যাপ করতে হবে

  • একবার টিভি ডিটেক্ট হলে বা খুঁজে পাওয়া গেলে তালিকা থেকে ওই অপশন বেছে নিতে হবে

  • এবার টিভি স্ক্রিনে ৬ ডিজিটের যে কোড দেখা যাবে তা মোবাইলের অ্যাপে লিখতে হবে

  • এরপর পর পেয়ার অপশনে ট্যাপ করলে আপনার আইফোন এবং টিভি সংযুক্ত বা পেয়ারিং হয়ে যাবে

  • পেয়ারিং সফল হলে আপয়ার আইফোন টিভির রিমোট হিসেবে কাজ করতে সক্ষম হবে


আরও পড়ুন- বর্ষাতে ভ্যাপসা গুমোট গরম কাটাতে চালাচ্ছেন এসি, মেশিনের খেয়াল রাখতে কী কী করবেন?