Twitter Blue Tick Subscription: ট্যুইটারে চালু হয়েছে ব্লু টিক সাবস্ক্রিপশন ফিচার (Twitter Blue Tick Subscription)। ভারতে এখনও এই পরিষেবা চালু না হলেও বিশ্বের অনেক দেশেই এই ফিচার ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। সেই তালিকায় রয়েছে কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রিটেন এবং নিউজিল্যান্ড। তবে এইসব দেশে কেবলমাত্র আইওএস (iOS) ইউজারদের জন্য ট্যুইটারের এই পরিষেবা চালু হয়েছে। এবার ভারতেও আসতে চলেছে ট্যুইটারের (Twitter New Feature) এই নতুন ফিচার। শোনা যাচ্ছে, একমাসেরও কম সময়ের মধ্যে হয়তো নভেম্বর মাসেই এই ফিচার চালু হতে চলেছে। যদিও এখনও নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে আসেনি।


ব্লু টিক সাবস্ক্রিপশন


ট্যুইটারের এই নতুন ফিচারের সাহায্যে ব্লু টিক টাকা দিয়ে কিনতে পারবেন টুইটারিয়ানরা। মাসে ৮ ডলারের বিনিময়ে এই পরিষেবা পাওয়া যাবে। অর্থাৎ ট্যুইটার অ্যাকাউন্টের পাশে যে ব্লু টিক থাকে সেটা এবার থেকে টাকা দিয়ে কেনা যাবে। তবে মাসিক ৮ ডলার খরচ ছাড়া এই সাবস্ক্রিপশন সম্পর্কে বিশদে এখনও কিছু জানা যায়নি।


কারা পাবেন সুবিধা


এতদিন পর্যন্ত ট্যুইটারের ব্লু টিক পাওয়া যেত বিনামূল্যে। ইউজাররা আবেদন করতেন। সেখানে বেশ কিছু তথ্য দিতে হত। এইসব তথ্য ভেরিফিকেশনের মাধ্যমে ইউজারদের ব্লু টিক প্রদান করত ট্যুইটার কর্তৃপক্ষ। তবে এবার থেকে যেকোনও ইউজার টাকার বিনিময়ে ট্যুইটার অ্যাকাউন্টের ব্লু টিক কেনার সুযোগ পাবেন।


কী কী সুবিধা রয়েছে


ট্যুইটারের ব্লু টিক সাবস্ক্রিপশনের মাধ্যমে একাধিক সুবিধা পাবেন ইউজাররা। বিজ্ঞাপনের সংখ্যা অনেকটাই কমে যাবে। ট্যুইটারের দাবি প্রায় অর্ধেক হয়ে যাবে। এর পাশাপাশি নতুন এই সাবস্ক্রিপশন কিনলে ট্যুইটারিয়ানরা বড় সাইজের ফাইল বা অডিও আপলোড করতে পারবেন। এর পাশাপাশি আগের তুলনায় অনেক ভাল অভিজ্ঞতা পাবেন ইউজাররা, এমনই দাবি করেছে ট্যুইটার কর্তৃপক্ষ। এছাড়াও ইউজাররা তাঁদের কনটেন্টের গুণমানের উপর প্রায়োরিটি র‍্যাঙ্কিং পাবেন। এই সুবিধা পাওয়া যাবে ট্যুইটের কমেন্ট, রিপ্লাই, মেনশন এবং সার্চের ক্ষেত্রেও।


ভারতে ট্যুইটারের ব্লু টিক সাবস্ক্রিপশনের খরচ কত হতে পারে


ট্যুইটারের ব্লু টিক সাবস্ক্রিপশনের খরচ ভারতে কত হতে পারে তা নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে বিভিন্ন সূত্রে বলা হচ্ছে, মাসে ২০০ টাকার কম হতে পারে। মাসিক প্ল্যানের পাশাপাশি এই সাবস্ক্রিপশনের ক্ষেত্রে তিনমাস এবং এক বছরের প্ল্যানও থাকবে বলে মনে করা হচ্ছে। অনেকে আবার অনুমান করছেন মাসে ট্যুইটার ব্লু টিক সাবস্ক্রিপশনের খরচ ২৯৯ টাকাও হতে পারে।


আরও পড়ুন- ফ্লিপকার্টে মোটো এজ ৩০ আলট্রা ফোনের দামে ৫০০০ টাকা ছাড়, এখন দাম কত?