নয়াদিল্লি: ট্যুইটারে (Twitter) উঠল ফলোয়ার হারানোর অভিযোগ। বৃহস্পতিবার রাতে ১০০ থেকে ১০০০-এর বেশি ফলোয়ার হারানোর অভিযোগ তুলেছেন ইউজাররা। যদিও এই নিয়ে কোনও অফিশিয়াল বিবৃতি জারি করেনি ট্যুইটার (Twitter) কর্তৃপক্ষ।


তবে এই প্রথমবার নয়। অতীতেও একাধিকবার এই ধরনের কাজ করেছে মাইক্রোব্লগিং প্লাটফর্ম। তবে শুধু ট্যুইটার নয় 'বট' ক্লিয়ার করতে অনেক সময় এই ধরনের ক্লিনার চালায় সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলি। তাতেই ফলোয়ার হারান বহু ইউজার। গত জুনেই এই ধরনের ক্লিনার চালিয়েছিল ট্যুইটার। সেই সময় খোদ বহু ফলোয়ার হারিয়েছিলেন তারকারা। খোদ ফলোয়ার হারানোর কথা প্রকাশ্যে বলেছিলেন বলিউড অভিনেতা অনুপম খের। সেই সময় এই অভিনেতা জানান, মাত্র কয়েকদিনেই ৮০,০০০ ফলোয়ার হারিয়েছেন তিনি।


যদিও সেবার গ্রাহকদের এই ফলোয়ার কমার বিষয়ে মুখ খুলেছিল ট্যুইটার সাপোর্ট টিম। কোম্পানির তরফে বলা হয়, সময় সময়ে এই ফলোয়ারের সংখ্যা কমার ঘটনা দেখতে পাবেন আপনারা। গ্রাহকদের পাসওয়ার্ড ও ফোন নম্বর দেওয়ার কথা বলি আমরা । হতে পারে কোম্পানির এই নীতি মানেনি আপনার ফলোয়াররা। তাই তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এই প্রক্রিয়া স্প্যাম বা আপনার অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতেই করা হয়।


এদিকে ফলোয়ার কমার সংখ্যা সামনে আসতেই মিমসের বন্যা বইছে ট্যুইটারে। যেখানে এই ফলোয়ার হারানোর জন্য সদ্য ট্যুইটারের সিইও পদে আসা ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়ালকেই ধন্যবাদ জানাচ্ছেন টুইটারাটিরা। দেখে নিন ট্যুইটারের সেই  মিমগুলি।যা দেখে হাসি থামবে না আপনার।  





আরও পড়ুন : Fraud Apps : সাবধান ! এই অ্যাপগুলি ডাউনলোড করেননি তো ?


আরও পড়ুন : WhatsApp Tricks: নম্বর সেভ না করেই করা যাবে চ্যাট, হোয়াটসঅ্যাপের নতুন টোটকা


আরও পড়ুন : Mutual Funds: বিপুল রিটার্নের ভরসা জোগায়, জেনে নিন রেটিংয়ে সেরা এই ৩ মিউচুয়াল ফান্ড