Twitter: মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম ট্যুইটারে (Twitter) অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য একটি নতুন ফিচার (Twitter Features) চালু চলেছে। এবার থেকে ট্যুইট সরাসরি হোয়াটসঅ্যাপে (Twitter Whatsapp Button) শেয়ার করা যাবে। ট্যুইটের নীচে হোয়াটসঅ্যাপের লোগো দেওয়া একটি আইকন যুক্ত হয়েছে। ভারতের ট্যুইটার ইউজাররাও এই সুবিধা পাবেন। তবে আইওএস ইউজারদের জন্য এই ফিচার চালু হয়নি। অ্যান্ড্রয়েড ইউজারদের জন্যই কেবলমাত্র ট্যুইটারে নীচে যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপ বাটন। এর ফলে মাত্র একবার ট্যাপ করলেই হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট লিস্টে থাকা যে কাউকে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই ট্যুইট শেয়ার করা সম্ভব। আগের মতো আর লিঙ্ক কপি করে তারপর শেয়ারের ব্যাপার আর প্রয়োজন হবে না।


সাধারণ ভাবে ট্যুইটের নীচে যে শেয়ার অপশন থাকতে তার পরিবর্তেই যুক্ত হয়েছে এই হোয়াটসঅ্যাপ বাটন। বর্তমানে যে শেয়ার অপশন রয়েছে সেখানে ট্যাপ করলে একাধিক শেয়ারিং অপশন খুলে যেত ইউজারের চোখের সামনে। সেখানে ডিরেক্ট মেসেজের মাধ্যমে শেয়ারের অপশন আছে। এছাড়াও কপি লিঙ্ক, এমবেড, বুকমার্ক এবং বিভিন্ন মাধ্যমে শেয়ারের অপশন রয়েছে। নতুন হোয়াটসঅ্যাপ বাটনের মাধ্যমে সরাসরি হোয়াটসঅ্যাপে ট্যুইট শেয়ার করতে পারবেন মাত্র এক ক্লিকে। আপাতত ভারতে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্যই এই ফিচার চালু হতে চলেছে। আইওএস ভার্সানে ভারতে কবে এই ফিচার চালু হবে তা জানা যায়নি।


সম্প্রতি শোনা গিয়েছে ট্যুইটারে চালু হতে চলেছে ‘এডিট’ অপশন। বহুদিন ধরে এই ফিচারের আবেদন জানিয়েছিলেন ট্যুইটারিয়ানরা। অবশেষে তা চালু হতে চলেছে। এতদিন ট্যুইটারে কোনও এডিট অপশন ছিল না। অর্থাৎ ট্যুইট এডিট করা যেত না। এবার সেই ফিচারই চালু করতে চলেছে ট্যুইটার কর্তৃপক্ষ। অর্থাৎ ট্যুইট এডিট করার সুবিধা পাবেন ট্যুইটারিয়ানরা। তবে প্রাথমিক পর্যায়ে ‘ব্লু টিক’ অ্যাকাউন্ট হোল্ডাররা এই ফিচারের সুবিধা পাবেন। অর্থাৎ যেসব ট্যুইটারিয়ানের ব্লু টিক অ্যাকাউন্ট রয়েছে তাঁদের ক্ষেত্রে ট্যুইটারের এডিট অপশনের রোল আউট শুরু হবে।


শোনা গিয়েছে, ট্যুইট করার আধঘণ্টা অর্থাৎ ৩০ মিনিট পর পর্যন্ত ট্যুইট এডিটের সুযোগ পাওয়া যাবে। এডিটেড ট্যুইটের সঙ্গে অরিজিনাল ট্যুইটও দেখা যাবে। ফলে কী পরিবর্তন হয়েছে এবং কখন হয়েছে তা বোঝা যাবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ট্যুইটারের ব্লু টিক অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে এডিট অপশনের রোল আউট শুরু হবে বলে শোনা গিয়েছে। এর পাশাপাশি এও শোনা গিয়েছে যে ট্যুইটারের এই নতুন ফিচার একটি দেশে প্রথম রোল আউট করা হবে। ধীরে ধীরে তা ছড়িয়ে দেওয়া হবে অন্যান্য দেশে।


আরও পড়ুন- ভারতে আসছে মোটোরোলা Edge সিরিজের দু'টি ফোন, কবে লঞ্চ হবে?