নয়া দিল্লি: সোয়া ৩ লক্ষ কোটিরও বেশি টাকায় ট্যুইটার কিনে নিলেন ইলন মাস্ক। আমেরিকার ধনকুবের মাস্ক কয়েকদিন আগেই মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটার কিনে নেওয়ার প্রস্তাব দেন। ট্যুইটারের মালিক হওয়ার পর, এক বিবৃতিতে টেসলা কর্তা ইলন মাস্ক জানিয়েছেন, বাক্ স্বাধীনতা গণতন্ত্রের ভিত্তি। ট্যুইটার হল ডিজিটাল টাউন স্কোয়ার। 



যদিও ইলন মাস্কের ট্যুইটার কিনে নেওয়ার খবর প্রকাশ্যে আসতেই অনেকে লিখেছেন, "এবার কি স্পেস থেকে ট্যুইট করা হবে।" অনেকে মজা করে লিখেছেন এর আগে ট্যুইটার যাঁদের ব্লক করেছিল তাঁদের কি ফিরিয়ে আনবেন ইলন মাস্ক। মালিকানা বদল হওয়ায় এবার ট্যুইটারে ফিরতে পারেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আশঙ্কাপ্রকাশ বাইডেন প্রশাসনের।  










তবে মজার পাশাপাশি, ট্যুইটারের কর্মীরা নিজেদের কাজের জায়গা নিয়েও চিন্তিত। অনেকে বলেছেন এবার কি আমাদের রাখা হবে কাজে না তাড়িয়ে দেওয়া হবে? 










টুইটারের সংস্থা (Twitter Inc) সূত্রে খবর ছিল, সব ঠিক থাকলে ইলন মাস্কের দেওয়া প্রস্তাবেই সাড়া দেওয়া হবে। সম্প্রতি টেসলার (Tesla) মালিক ইলন মাস্ক জানিয়েছিলেন, টুইটারের প্রতিটা শেয়ারের জন্য ৫৪.২ ডলার করে দাম দেবেন তিনি। আর সেই টাকা দেবেন নগদে। টুইটার কেনার জন্য এটাই তার শেষ অফার বলেও জানিয়েছিলেন তিনি।