কলকাতা: সোশাল মিডিয়ায় (Social Media) এমন অনেক ছবি দেখা যায় যা দেখে নিজেদেরই তাজ্জব বনে যেতে হয়। সঠিক উত্তর খেতে রীতিমত হিমসিম খাওয়ার জোগার। তেমনই একটি ছবি সম্প্রতি দেখা গিয়েছে। যেখানে ক'টি পশু (Animal) ছবিতে রয়েছে তা খুঁজতে নাজেহাল নেটিজেনরা (Netizen)। এই ছবিগুলিকেই বৈজ্ঞানিকভাবে অপটিকাল ইলিউশন (Optical Illusion) বলা হয়। 


যে ছবি সম্প্রতি নজর কেড়েছে তা হল এই 'পশু বিভ্রাট'। ছবিতে যে ঠিক কতগুলি পশু লুকিয়ে রয়েছে তা খুঁজে বের করা কিন্তু মোটেও সহজ কাজ নয়। কিছু পশুকে আলাদা ভাবে বোঝা গেলেও, বাকিরা কিন্তু লুকিয়ে রয়েছে ছবিতেই। অবশ্য এ ধরনের ছবি বেশিক্ষণ দেখলেই দৃষ্টিভ্রম হওয়ার সম্ভাবনা থাকে।               


এই ছবিটি দ্য সান সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। নেটিজেনদের এই ছবি দেখে প্রথম প্রতিক্রিয়া হল এক নজরে পাঁচটি প্রাণীকে দেখা যাচ্ছে। হাতি, গাধা, কুকুর, বিড়াল এবং ইঁদুর ছবিতে স্পষ্ট। কিন্তু আরও ৭টি প্রাণী কিন্তু রয়েছে এই ছবিতেই। আপনি দেখতে পাচ্ছেন কি?                                                   


আরও পড়ুন, এই ছবিতে ক'টি মানুষ দেখতে পাচ্ছেন আপনি?




চেষ্টা করে দেখার পরও যদি মনে হয় উত্তরের কাছাকাছি পৌঁছতে পারেননি। তাহলে আপনার জন্য রইল আরও কয়েকটি সূত্র। যেমন খুব খুঁটিয়ে দেখলে হাতির লেজের ওখানে একটি সাপ দেখতে পাবেন। এমনটি হাতির পায়ের কাছে মশাও পাবেন। আর বাকিটা? সময় নিয়ে সেটা এবার খুঁজে বের করে ফেলুন!