Koo: বেঙ্গালুরুর সংস্থা 'কু' (Koo) আসলে একটি দেশীয় অ্যাপ। ট্যুইটারকে (Twitter) পাল্লা দিতে প্রতিদ্বন্দ্বী হিসেবে তৈরি করা হয়েছিল এই অ্যাপটি। সম্প্রতি শোনা গিয়েছে, এই অ্যাপ কর্তৃপক্ষ ৩০ শতাংশ কর্মী ছাঁটাই করেছে। ছাঁটাইয়ের কারণ হিসেবে বলা হয়েছে এই অ্যাপ সংস্থা বর্তমানে মূলধন এবং পুঁজি বিষয়ক সমস্যায় রয়েছে। সঠিকভাবে টাকা জোগাড় হচ্ছে না। অর্থাৎ তহবিল সংক্রান্ত সমস্যা রয়েছে। আর সেই জন্যই কর্মী ছাঁটাই করা হয়েছে। 


কর্মী ছাঁটাই প্রসঙ্গে কী বলছে কু-এর কর্তৃপক্ষ


কু অ্যাপ কর্তৃপক্ষের দাবি, চলতি বছর জানুয়ারি মাসের নিরিখে তাদের ১০ মিলিয়ন ডলার তহবিল সংগৃহীত হয়েছে। এর ফলে বলা যায় পুঁজির দিক থেকে কোম্পানি ঠিক জায়গাতেই রয়েছে। আপাতত আর তহবিল সংরক্ষণের দিকে নজর দিচ্ছে না কু অ্যাপ কর্তৃপক্ষ। লাভের দিক থেকে রেভিনিউ বা আয় অনুযায়ী প্রভূত উন্নতি করেছে এই সংস্থা। ভবিষ্যতে প্রয়োজন হলে ফের তহবিল সংগ্রহ করা হবে।


কু অ্যাপ কর্তৃপক্ষের এই বিবৃতি থেকে বোঝা যাচ্ছে যে কর্মী ছাঁটাইয়ের কথা একপ্রকার অস্বীকার করেছে। সরাসরি কিছু না বললেও সংস্থায় তহবিল নিয়ে যে কোনও সমস্যা নেই সেকথা স্পষ্ট করে জানিয়েছে কু অ্যাপ কর্তৃপক্ষ। শোনা গিয়েছে,  'কু'- মাইক্রোব্লগিং অ্যাপের ২৬০ জন কর্মীর মধ্যে প্রায় ৩০ শতাংশ ছাঁটাই করে দেওয়া হয়েছে। 


শুরুতে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল 'কু' অ্যাপ


লঞ্চের তিন বছরের মধ্যে ৬০ মিলিয়ন ডাউনলোড হয়েছিল এই অ্যাপ। ২০টিরও ভাষার সাপোর্ট রয়েছে এই অ্যাপে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এই 'কু' অ্যাপ। প্রাথমিক ভাবে বেঙ্গালুরু বেসড ট্যুইটারের প্রতিদ্বন্দ্বী সংস্থা বেশ জনপ্রিয় হয়েছিল দেশে। বিভিন্ন সরকারী আধিকারিক, আমলা, নেতা-মন্ত্রী, খেলোয়াড়, বি-টাউনের তারকা সকলেই যোগ দিয়েছিলেন 'কু' অ্যাপে। ট্যুইটারের প্রতিদ্বন্দ্বী এই দেশীয় ভার্সান পছন্দ হয়েছিল সকলেরই।


অন্যান্য সংস্থায় ছাঁটাই


কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে পারে Walt Disney-ও। কয়েক হাজার কর্মী ছাঁটাই হতে পারে। ব্লুবার্গের রিপোর্ট সূত্রে খবর Walt Disney-র বিনোদন বিভাগে কর্মরতদের ১৫ শতাংশ ছাঁটাই হতে পারে। চলতি বছর মার্চ মাসে প্রায় ৭০০০ কর্মী ছাঁটাই করেছে Walt Disney সংস্থা। এবার দ্বিতীয় দফায় কর্মী ছাঁটাই করতে চলেছে এই বিনোদন সংস্থা। 


দু'দফায় প্রায় ২১ হাজার কর্মী ছাঁটাইয়ের পর ফেসবুকের (Facebook) পেরেন্ট সংস্থা মেটা (Meta) ফের কর্মী ছাঁটাই করতে চলেছে বলে শোনা গিয়েছে। ব্লুমবার্গের রিপোর্টে এমনটাই আভাস পাওয়া গিয়েছে। বর্তমানে মেটা কর্তৃপক্ষ তাদের টিমের পুনর্গঠন করছে। আর তার জেরেই নতুন দফায় কর্মী ছাঁটাই করবে বলে শোনা যাচ্ছে। 


আরও পড়ূন- গুগল প্লে স্টোরে ৬০ অ্যাপ ভাইরাসে আক্রান্ত, আপনি ডাউনলোড করেছেন এই অ্যাপ্লিকেশন