Twitter Blue: ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের (Twitter Blue Subscription) খরচ বাড়তে চলেছে আইফোন অ্যাপ ব্যবহারকারীদের জন্য। জানা গিয়েছ, ৭.৯৯ ডলার থেকে বাড়িয়ে ট্যুইটার ব্লু- এর খরচ করা হবে ১১ ডলার। প্রসঙ্গত উল্লেখ্য, অ্যাপেলের অ্যাপ স্টোরে ট্যুইটার অ্যাপ রাখতে হলে ৩০ শতাংশ অ্যাপ স্টোর (Apple App Store) ফি দেওয়ার কথা বলা হয়েছে। আর তার জন্যই ট্যুইটারের নতুন মালিক ইলন মাস্ক প্রিমিয়াম ব্লু সাবস্ক্রিপশনের খরচ অ্যাপেল ইউজারদের জন্য বাড়াতে চাইছেন বলে মনে করছেন অনেকে। এর আগে ২৯ নভেম্বর ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন লঞ্চ হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে যায়। এরপর ২ ডিসেম্বর লঞ্চ হওয়ার কথা ছিল ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন। কিন্তু তাও হয়নি। 


অক্টোবর মাসের শেষের দিকে ট্যুইটারের দায়িত্ব নিয়েছেন ইলন মাস্ক। তারপর থেকেই একাধিক পরিবর্তন এসেছে এই মাইক্রোব্লগিং মাধ্যমে। সেই সময়ে ট্যুইটারের এই ব্লু সাবস্ক্রিপশন ফিচার চালু হয়েছিল নির্দিষ্ট কিছু দেশে। তবে অনেক স্প্যাম প্রোফাইল ব্লু ব্যাজ পেয়ে যাওয়ার পর ট্যুইটার এই ফিচার বন্ধ করে দেয়। কারণ এই ফিচার আরও উন্নত করার প্রয়োজন ছিল। প্রথমে শোনা গিয়েছিল মাসিক ৮ ডলারের বিনিময়ে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের সুবিধা পাবেন ইউজাররা। ভারতে এখনও এই ফিচার চালু হয়নি। 


ইলন মাস্ক যে ট্যুইটার ব্লু আসতে চলেছে গোল্ড, গ্রে এবং ব্লু চেক মার্ক সমেত। গোল্ড চেক মার্ক দেওয়া হবে বিভিন্ন কোম্পানির জন্য। গ্রে চেক মার্ক থাকবে সরকারি অ্যাকাউন্টের ক্ষেত্রে। আর ব্লু চেক মার্ক থাকবে সাধারণ ইউজারদের জন্য। সেই দলে তারকাও থাকতে পারেন। এইসব চেক মার্ক অ্যাক্টিভেট হওয়ার আগে সমস্ত ভেরিফায়েড অ্যাকাউন্টকে ম্যানুয়ালি অথেনটিকেটেড করা হবে। ভারতে কবে ট্যুইটারের এই সার্ভিস চালু হবে এবং তার খরচ কত, নিশ্চিত ভাবে সেকথা জানা যায়নি। 


অ্যাপেলের অ্যাপ স্টোর থেকে ট্যুইটার অ্যাপ সরিয়ে নিতে বলা হয়েছে গত কয়েকদিনে এইসব তথ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল। তবে এবার ট্যুইটারের নতুন মালিক ইলন মাস্ক (Elon Musk) নিজেই ট্যুইট করে জানিয়েছেন সমস্তটাই একটাই ভুল বোঝাবুঝি ছিল। প্রসঙ্গত উল্লেখ্য, অ্যাপেলের সিইও টিম কুকের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইলন মাস্ক। তারপরেই ট্যুইটারের নতুন মালিক জানিয়েছেন, অ্যাপেল অ্যাপ স্টোর থেকে কখনই ট্যুইটার অ্যাপ সরিয়ে দেওয়া হবে না, এই ব্যাপারে টিম কুক তাঁকে আশ্বাস দিয়েছেন। সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন যে সবটাই একটাই ভুল বোঝাবুঝি ছিল যা মিটে গিয়েছে। 


আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, এবার থেকে নিজের অবতার তৈরি করতে পারবেন ইউজাররা