কলকাতা: কাতার। এখন গোটা বিশ্বের নজর এই দেশের দিকে। একের পর এক শহর সেজে উঠেছে ফুটবলের থিমে। রাস্তায় রাস্তায় বিভিন্ন দেশের খাবার, পতাকার মেলা.. গোটা বিশ্বের একটুকরো ছবি যেন পাওয়া যাবে এই কাতারে এলেই। ফুটবল জ্বরে আক্রান্ত হয়ে দেশ ছেড়েছেন টলিপাড়ার বেশ কয়েকজন তারকা। আর সেই তালিকায় নাম লেখালেন অভিনেত্রী অর্কজা আচার্যও (Arkoja Acharyya)-ও! ছোটপর্দার নায়িকা এখন কাতার।
আগামীকাল আর্জেন্তিনা বনাম নেদারল্যান্ডসের কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখবেন অর্কজা। কিন্তু তার আগে ঝটিকা সফরে ঘুরে নিচ্ছেন ২০২২-এর বিশ্বকাপের দেশ। এবিপি লাইভকে সেই অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন অভিনেত্রী। অর্কজা বলছেন, 'বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই বুঝতে পারলাম, বিশ্বকাপের জন্য গোটা কাতার আলাদা রূপে সেজে উঠেছে। আমার কাকা এখানে থাকেন। ম্যাচ দেখার আগে একটু আধটু কাতারের শহর ঘুরে দেখছি। বিভিন্ন আরবের খাবার চেখে দেখলাম। তারমধ্যে রয়েছে ফতেয়ার, জাতার চিকেন, টার্কিশ ব্রেড, মোতাবেল... তারপর কর্নিশে বলে একটা জায়গায় গিয়েছিলাম। ওখানে একটা ফিফা ফ্যান ফেস্টিভ্যাল চলছে। মেট্রো করে গিয়ে পৌঁছলাম ওখানে। ফিফা অনুরাগীদের জন্য এখন কাতারের মেট্রো সার্ভিস বিনামূল্যে। ফ্যান ভেস্টিভ্যালে নাচ.. গান... যেন গোটা বিশ্বের সংস্কৃতির মেলবন্ধন। সবটাই ফুটবল থিমে। গোটা কাতার কাবু বিশ্বকাপ জ্বরে..'
কাকে সমর্থন করছেন অর্কজা? হেসে ফেলে অভিনেত্রীর উত্তর, 'আমি ব্রাজিলের ভক্ত। কিন্তু ঘটনাচক্রে আর্জেন্তিনা বনাম নেদারল্যান্ডসের কোয়ার্টার ফাইনাল ম্যাচটা দেখব। সেখানে কিন্তু আমি মেসির ভক্ত, ওঁকেই সাপোর্ট করব। আমি চাই ব্রাজিল বিশ্বকাপ পাক, কিন্তু মেসির জন্য আমার মনে বেশ একটা দুর্বল জায়গা রয়েছে। বন্ধুরা বলছেন.. ব্রাজিলকে জিতিয়ে আন.. কেউ বলছে আর্জেন্তিনাকে... দেখা যাক কী হয়..'
বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত অর্কজার ঠিকানা কী কাতার? মনখারাপি গলায় অর্কজার উত্তর, 'নাহ, অত ছুটি পেলাম কই! একটা ম্যাচ দেখেই ফিরতে হবে।'