Upcoming Smartphones: অগস্ট মাসে ভারতে কোন কোন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে? রইল তালিকা

Smartphones: স্যামসাং গ্যালাক্সি 'এফ' সিরিজের এই নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি এখনও। এই ফোনে একটি AMOLED ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে।

Continues below advertisement

Upcoming Smartphones: অগস্ট মাসে ভারতে লঞ্চ হতে চলেছে একগুচ্ছ নতুন স্মার্টফোন (Smartphones)। একাধিক কোম্পানি তাদের ফোন এই মাসের শুরুর দিকেই লঞ্চ করতে চলেছে ভারতে। এই তালিকায় রয়েছে মোটোরোলা, রেডমি, স্যামসাং, আইকিউওও এবং আরও অনেক সংস্থা। অগস্ট মাসে কোন কোন ফোন ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে, রইল তার তালিকা।

Continues below advertisement

মোটোরোলা জি১৪- পয়লা অগস্ট এই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। শোনা যাচ্ছে, মোটো জি১৪ ফোনের দাম ১০ থেকে ১১ হাজার টাকার মধ্যে শুরু হবে। ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই ফোন। মোটো জি১৪ ফোন একটি IP52 রেটিং যুক্ত dust and water resistance ডিভাইস হতে চলেছে অর্থাৎ ধুলো এবং জলে এই ফোন নষ্ট হবে না। মোটো জি১৩ ফোনের সাকসেসর হিসেবে আসতে চলেছে নতুন ফোন। প্রসঙ্গত উল্লেখ্য, মোটো জি১৩ ফোন লঞ্চ হয়েছিল ৯৯৯৯ টাকায়। 

রেডমি ১২- মোটো জি১৪- র মতো অগস্টের পয়লা তারিখেই লঞ্চ হতে চলেছে রেডমি ১২ ৫জি ফোন। বলা হচ্ছে এতদিন রেডমি যত ফোন লঞ্চ করেছে তার মধ্যে আসন্ন ফোনেই সবচেয়ে বড় ডিসপ্লে থাকতে চলেছে। কার্ভড ডিসপ্লে থাকতে পারে এই ফোনে। ক্রিস্টাল গ্লাস ডিজাইন থাকারও সম্ভাবনা রয়েছে। ওই একই দিনে রেডমি ১২ ৪জি ফোনও লঞ্চ হতে পারে। রেডমি ১২ ফোনের ৪জি মডেলে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনের দাম সম্পর্কে কিছু জানা যায়নি। এই ফোনে একটি MediaTek G88 প্রসেসর থাকার কথা রয়েছে। এর সঙ্গে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ থাকতে পারে।

স্যামসাং গ্যালাক্সি এফ৩৪- স্যামসাং গ্যালাক্সি 'এফ' সিরিজের এই নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি এখনও। এই ফোনে একটি AMOLED ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও শক্তিশালী ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। 

ইনফিনিক্স জিটি ১০ প্রো- ভারতে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স জিটি ১০ প্রো ফোন। আগামী ৩ অগস্ট এই ফোন লঞ্চ হবে দেশে। এই ফোনের বাক্সেই থাকতে চলেছে এই আধুনিক ফিচার, যার সাহায্যে ইউজাররা ফোনের বাক্সকেই স্পিকার হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে এই ব্যাপারে বিশদে কিছু জানায়নি ইনফিনিক্স সংস্থা। অর্থাৎ কীভাবে ফোনের বাক্স স্পিকার হিসেবে কাজ করবে তা জানা যায়নি। নাথিং ফোন ২- এর আদলে এই ফোনের ডিজাইন করা হয়েছে বলে জানা গিয়েছে। এই গেমিং স্মার্টফোনে ইনফিনিক্স সংস্থা ইউনিক ডিজাইনের ব্যাক প্যানেল রাখতে চলেছে বলে সূত্রের খবর। ইনফিনিক্সের আসন্ন গেমিং ফোনে Glyph Interface design এবং তার সঙ্গে LED লাইটের স্ট্রিপ থাকার সম্ভাবনা রয়েছে।

আইকিউওও জেড৭ প্রো- এই ফোনও অগস্ট মাসেই ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। দাম হতে পারে ২৫ হাজার টাকার আশপাশে। ফোন লঞ্চের নির্দিষ্ট দিন বা ফোনের সঠিক দাম কিছুই এখনও জানা যায়নি। 

আরও পড়ুন- ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে দু'টি নতুন স্মার্টফোন, থাকতে চলেছে তাক লাগানো ফিচারও

Continues below advertisement
Sponsored Links by Taboola