Vivo Phones: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে ভিভো ওয়াই২৯ ৫জি ফোন (Vivo Y29 5G)। ভিভো 'ওয়াই' সিরিজের (Vivo Y Series) এই ৫জি ফোন (5G Phone) দেশে লঞ্চ হবে ভিভো ওয়াই২৮ ৫জি (Vivo Y28 5G) ফোনের সাকসেসর হিসেবে। আনুষ্ঠানিক ভাবে ভারতে ভিভো-র এই ফোন লঞ্চের আগে সম্ভাব্য দাম প্রকাশ্যে এসেছে। ক্রেতারা এই ফোন কেনার সময় কত ছাড় পেতে পারেন সেই সম্পর্কেও একটা আভাস পাওয়া গিয়েছে। 


ভারতে লঞ্চের সময় ভিভো ওয়াই২৯ ৫জি ফোনের দাম কত হতে পারে? ক্রেতারা কী কী অফার পেতে পারেন? 


ভিভো ওয়াই২৯ ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা হতে পারে। অন্যদিকে এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম হতে পারে ১৫,৪৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা হতে পারে। এছাড়াও ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম হতে পারে ১৮,৯৯৯ টাকা। 


ভিভো ওয়াই২৯ ৫জি ফোনের ৪ জিবি এবং ৮ জিবি র‍্যামের ভ্যারিয়েন্টে ক্রেতারা যথাক্রমে ১০০০ টাকা এবং ১৫০০ টাকা ক্যাশব্যাক পাবেন। তবে ইএমআই- এর মাধ্যমে পেমেন্ট করা হলে তবেই পাওয়া যাবে এই ক্যাশব্যাক। আর যদি এই ফোন সাধারণ ট্রানজাকশনের মাধ্যমে কেনা হয় তাহলে ৭৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন ক্রেতারা। এর পাশাপাশি ৬ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই অপশন থাকছে ক্রেতাদের জন্য। 


আইডএফসি ফার্স্ট ব্যাঙ্ক, ডিবিএস ব্যাঙ্ক, ফেডেরাল ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক এইউ ব্যাঙ্ক, এসবিআই, ইয়েস ব্যাঙ্ক, জে অ্যান্ড কে ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা- এইসব ব্যাঙ্কের মাধ্যমে ফোন কেনার সময় আর্থিক লেনদেন হলে তবেই ক্রেতারা ক্যাশব্যাক অফার এবং নো-কস্ট ইএমআই অফার পাবেন। 


ভিভো ওয়াই২৯ ৫জি ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে, দেখে নিন একনজরে 



  • মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে। 

  • এছাড়াও থাকতে পারে ৬.৬৮ ইঞ্চির ডিসপ্লে। 

  • ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে ভিভো ওয়াই২৯ ৫জি ফোনে। এর সঙ্গে ০.০৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকতে পারে। ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে ভিভো ওয়াই২৯ ৫জি ফোনে। 

  • এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। 

  • ভিভো- র এই ফোন ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। 


আরও পড়ুন- স্মার্টওয়াচের স্ট্র্যাপ থেকেই হতে পারে ক্যানসার ! কী উঠে এল সমীক্ষায় ? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।