কলকাতা: বাজারে আসছে ভিভোর নতুন ফোন। শুক্রবার সংস্থা জানিয়েছে ২৫ মার্চ এক্স-৬০ ( X60) সিরিজ আসত চলেছে ভারতের বাজারে। এক্স-৬০ সিরিজের এই তালিকায় আছে এক্স-৬০ প্রো+(X60 Pro+) , এক্স-৬০ প্রো (X60 Pro) এবং এক্স-৬০ ( X60)। ইতিমধ্যে চিনে এই ফোন বিক্রি শুরু হয়েছে।
তবে ভারতে এই সিরিজের কোন ফোন আসছে তা এখনও স্পষ্ট করেনি সংস্থা। এর আগে ভিভোর এক্স-৫০ (X50) সিরিজ ভারতের বাজারে ব্যাপক বিক্রি হয়েছে বলে সংস্থা সূত্রে খবর। একইসঙ্গে ভারতের বাজারে দারুণ সাড়া ফেলে এক্স-৫০ প্রো (X50 Pro)। জানা গিয়েছে এই দুই ফোনের থেকেও উন্নত মানের ক্য়ামেরা রয়েছে এক্স-৬০ ( X60) সিরিজে। এক্স-৬০ ( X60) সিরিজের সবকটি ফোনে আছে জেইআইএসএস (ZEISS) লেন্স যুক্ত ক্যামেরা। ফোনে ঈগলের চোখের মতো দৃঢ়তা দিতে এই পার্টনারশিপ বলে মনে করা হচ্ছে। এদিকে ওয়ানপ্লাস (OnePlus) হেসেলব্ল্যাডের সঙ্গে পার্টনারশিপ করেছে তাদের নতুন ওয়ান প্লাস নাইন সিরিজের (OnePlus 9 series) জন্য। আগামী ২৩ মার্চ এই ফোন বাজারে আসবে।
এক্স-৬০ প্রো+(X60 Pro+) , এক্স-৬০ প্রো (X60 Pro) এবং এক্স-৬০ ( X60) ফোনে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। উল্লেখযোগ্য বিষয় হল, কোয়াড ক্যামেরা আছে এই ফোনে। সঙ্গে আছে ১.৫৭ লেন্স যুক্ত ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল যুক্ত ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা, ৩২ মেগাপিক্সেল গভীর ক্যামেরা সহ আছে ৮ মেগাপিক্সেল পরিস্কোপ স্টাইল ক্যামেরা আছে।
এক্স-৬০ প্রো (X60 Pro) ফোনে আছে ৪৮ মেগা পিক্সেল মূল ক্য়ামেরা সহ ১৩ মেগা পিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল। ১৩ মেগাপিক্সেল গভীর ক্যামেরা এবং ৮ মেগা পিক্সেল টেলি ফটো ক্যামেরা। এক্স-৬০ ( X60)-তে আছে ট্রিপল ক্য়ামেরা সেট আপ আছে। এক্স-৬০ প্রো (X60 Pro), এক্স-৬০ ( X60) দুই ফোনে আছে স্যামসং-এর ফাইভ এনএম ৮-কোর এক্সিনোস ১০৮০ প্রসেসর। এক্স-৬০ ( X60) ফোনে আছে ৪৩০০ এমএএইচ ব্যাটারি। এক্স-৬০ প্রো (X60 Pro), এক্স-৬০ প্রো+(X60 Pro+) ফোনে আছে ৪২০০ এমএএইচ ব্যাটারি। ৩টি ফোনেই আছে ৬.৫৬ ইঞ্চি স্ক্রিন। বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট আছে। অ্যান্ড্রয়েড এই ফোনে আছে ৫জি কানেকটিভিটি।