Vivo S15 Series: মাঝে আর চারদিনের অপেক্ষা। আগামী 19 মে লঞ্চ হতে চলেছে Vivo S15 Pro। তবে শুধু ফোন নয়, কোম্পানি এই হ্যান্ডসেটগুলির সঙ্গে Vivo TWS Air earbuds নিয়ে আসছে। ইতিমধ্যেই এয়ারবাডসের বিষয়ে নিশ্চিত করেছে কোম্পানি।


Vivo S15 Series: কী প্রসেসর থাকছে ফোনে ?
Vivo S15 সিরিজের স্মার্টফোনগুলি সম্পর্কে বেশ কয়েকটি বিষয় সামনে এসেছে। যার মধ্যে সার্টিফিকেশনের তালিকা রয়েছে। শোনা যাচ্ছে ভ্যানিলা Vivo S15 একটি Qualcomm Snapdragon চিপসেটে চলবে। আশা করা হচ্ছে, Vivo S15 Pro-তে একটি MediaTek ডাইমেনসিটি প্রসেসর থাকতে পারে।


Vivo S15 Series: কবে হবে লঞ্চ ?
ভিভো তাদের অফিশিয়াল ওয়েইবো হ্যান্ডেলের মাধ্যমে লঞ্চের দিন ঘোষণা করেছে। এটি 19 মে 7 বিকেল সাড়ে 4টের সময় লঞ্চ হবে। কোম্পানি এর আগে Vivo S15 সিরিজের বিষয়ে টিজ করেছে। Vivo-র ভাইস প্রেসিডেন্ট জিয়া জিংডংও জানিয়েছেন, আসন্ন স্মার্টফোনগুলিতে ফ্ল্যাগশিপ প্রসেসর, 80W দ্রুত চার্জিং সাপোর্ট ও অরিজিন OS-এর সংস্করণ থাকবে । 


Vivo S15 Series: কী স্পেকস থাকছে ফোনে ?
Vivo TWS Air সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। তবে Vivo S15 Pro কে চিনের 3C ও TENAA সার্টিফিকেশন সাইটগুলিতে দেখা গেছে। শোনা যাচ্ছে, Vivo S15 Pro হাই রিফ্রেশ রেট সহ একটি 6.62-ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকতে পারে।  এতে MediaTek Dimension 8100 5G প্রসেসরের সঙ্গে 8GB RAM ও 256GB অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে। এই ফোন একটি 4,400mAh ব্যাটারি প্যাক-সহ Android 12-এ চলতে পারে। স্মার্টফোনে একটি 50-মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ আশা করা হচ্ছে।


Vivo S15 Series: অন্যদিকে, ভ্যানিলা Vivo S15 Geekbench-এ তালিকাভুক্ত হয়েছে বলে জানা গেছে। এই স্মার্টফোনটিতে একটি 6.62 ইঞ্চি OLED স্ক্রিন থাকতে পারে। এতে Snapdragon 870 SoC সহ 12GB RAM থাকতে পারে বলে আশা করা হচ্ছে। হ্যান্ডসেটটিতে একটি 4,700mAh ও 80W দ্রুত চার্জিং দিতে পারে কোম্পানি। এই মুহূর্তে এই স্মার্টফোনগুলি কেবল চিনে লঞ্চ হবে। ভারতে লঞ্চের বিষয়ে এখনও কোনও তথ্য নেই।


আরও পড়ুন : Google bans: প্লে-স্টোরে কল রেকর্ডিং অ্যাপ নিষিদ্ধ করল গুগল, আপনার ফোনের কী হবে ?