LIC IPO:  মাঝে আর এক দিনের ব্যবধান। ৪ মে খুচরো বিনিয়োগকারীদের জন্য খুলে যাবে LIC IPO-র জানালা। তবে অ্যাঙ্কর ইনভেস্টারদের জন্য সোমবারই খুলে গেল LIC IPO।


Share Market Update: বিনিয়োগ করতে পারবেন এই দিন পর্যন্ত
দেশের বৃহত্তম সরকারি বিমা কোম্পানি LIC আইপিও আজ অ্যাঙ্কর ইনভেস্টারদের জন্য খুলে দেওয়া হয়েছে। কোম্পানির 'ইনিশিয়াল পাবলিক অফারিং' (IPO) খুচরো বিনিয়োগকারীদের সাবস্ক্রিপশনের জন্য 4 থেকে 9 মে পর্যন্ত খোলা থাকবে। সরকার এলআইসির আইপিওর পরিমাণ 21,000 কোটি টাকা কমিয়েছে। তা সত্ত্বেও, LIC-র IPO দেশের বাজারে সবচেয়ে বড় IPO হতে চলেছে।


LIC IPO: এলআইসি আইপিও প্রাইস ব্যান্ড


LIC IPO-র প্রাইস ব্যান্ড 902 টাকা থেকে 949 টাকা ধরা হয়েছে। LIC IPO-র বিনিয়োগকারীদের 4 মে থেকে 9 মে'র মধ্যে আইপিও নিতে হবে। অ্যাঙ্কর ইনভেস্টাররা 2 মে অর্থাৎ আজকে প্রি-আইপিও প্লেসমেন্টে বিনিয়োগ করতে পারবেন। আইপিওর মাধ্যমে 20,557 কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে সরকারের। এর আগে সরকার আইপিওর মাধ্যমে 60,000 কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছিল। যদিও পরবর্তীকালে ভূ-রাজনৈতিক অবস্থানের কথা চিন্তা করে আইপিওর আকার ছোট করা হয়েছে। এ বিষয়ে ডিআইপিএএম সেক্রেটারি তুহিনকান্ত পান্ডে জানিয়েছেন, এলআইসি আইপিওর আকার ছোট করার পরেও এটিই দেশের সবচেয়ে বড় আইপিও হতে চলেছে।


Stock Market Update: গ্রে মার্কেটের প্রিমিয়ামে LIC শেয়ার লেনদেন


আইপিও খোলার আগেও এলআইসির স্টক 45 থেকে 55 টাকার প্রিমিয়ামে লেনদেন করছে। যা ইস্যু মূল্যের থেকে 5 থেকে 7 শতাংশ বেশি৷ LIC-র প্রাইস ব্যান্ড প্রতি শেয়ার 902 থেকে 949 টাকা আগেই নির্ধারণ করেছে কোম্পানি।


LIC IPO: আইপিও মূল্যে ছাড়


এলআইসি তার আইপিওতে বিনিয়োগকারী পলিসি হোল্ডারদের ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে। সেই ক্ষেত্রে পলিসিহোল্ডাররা শেয়ার প্রতি 60 টাকা ছাড় পাবেন। এ ছাড়াও কোম্পানির খুচরো বিনিয়োগকারী ও কর্মচারীরা শেয়ার প্রতি 40 টাকা ছাড় পাবেন।


Stock Market Update: ১৭ মে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত


উপরের প্রাইস ব্যান্ডে প্রি-আইপিও প্লেসমেন্টের মাধ্যমে 5630 কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে কোম্পানি। আইপিওতে 221.37 মিলিয়ন শেয়ার বিক্রি হবে, যার মধ্যে 59.29 মিলিয়ন শেয়ার অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য রিজার্ভ রাখা হয়েছে। কর্মচারীদের জন্য 1.58 মিলিয়ন শেয়ার, পলিসিহোল্ডারদের জন্য 22.14 মিলিয়ন ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য 98.83 মিলিয়ন শেয়ার সংরক্ষিত হয়েছে। শেয়ারগুলি 12 মে বরাদ্দ করা হবে ও শেয়ারগুলি 16 মে'র মধ্যে বিনিয়োগকারীদের ডিম্যাট অ্যাকাউন্টে জমা হবে৷ LIC IPO 17 মে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে।


আরও পড়ুন : Loan Guarantor: লোনের গ্যারান্টার হলেও আছে ঝুঁকি, পরিচিত ঋণ না শোধ করলেই আপনার সমস্যা