সমীরণ পাল, ভাটপাড়া : দিনকয়েক আগেই সকলকে চমকে দিয়ে দেগেছিলেন তোপ। এরপর থেকেই বিস্ফোরক অর্জুন। আবারও তিনি কড়া কথায় আক্রমণ করলেন কেন্দ্রকে। পাটের দাম নিয়ে ফের সুর চড়ালেন অর্জুন সিংহ। কেন্দ্রীয় বস্ত্রসচিবের সঙ্গে বৈঠকের পরে হুঁশিয়ারি দিলেন বিজেপি সাংসদ। বললেন, ‘৯ তারিখ পর্যন্ত অপেক্ষা করব’ । 
পুরনো অবস্থানেই অনড় থেকে অর্জুনের হুঙ্কার ‘চূড়ান্ত সিদ্ধান্ত না হলে লড়াইয়ের জন্য তৈরি থাকতে হবে। ললিপপের রাজনীতিতে বিশ্বাস করি না’। 
সোমবার, কেন্দ্রীয় বস্ত্রসচিবের সঙ্গে বৈঠক করেন বিজেপি সাংসদ। কেন্দ্রীয় সরকার পাটের দামের ঊর্ধ্বসীমা বেধে দেওয়ায় বাংলার পাট শিল্প সঙ্কটের মুখে পড়েছে বলে অভিযোগ ব্যারাকপুরের বিজেপি সাংসদের। এই নিয়ে বারবার, সুর চড়িয়েছিলেন তিনি। এই প্রেক্ষাপটে, ৪ মে জুট কমিশনের দফতরের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে তৃণমূল। সেই কর্মসূচিতে সমর্থন জানিয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। এর এতেই, বিজেপির সঙ্গে অর্জুন সিংয়ের বিচ্ছেদ ও পুরনো দল তৃণমূলের কাছাকাছি আসার জল্পনা শুরু হয়েছে। 
আগামী ৯ মে ত্রিপাক্ষিক বৈঠক। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য সরকার, বস্ত্রমন্ত্রক, পাটশিল্পের প্রতিনিধিরা।
অন্যদিকে  বস্ত্রসচিবের সঙ্গে বৈঠকের পর, অর্জুন সিংহকে ফোন করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সূত্রের খবর, বৈঠকের বিষয়ে জানতে চান বিজেপির সর্বভারতীয় সভাপতি। এই অবস্থায়, ৯ মে কেন্দ্র-রাজ্য ও জুট শিল্পের প্রতিনিধিদের নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হবে।



আরও পড়ুন :


রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে আজ কলকাতায় মহামিছিল BJP-র, সকালে গঙ্গায় দিলীপের তর্পণ


বাংলার পাট শিল্প সঙ্কটের মুখে পড়েছে বলে অভিযোগ ব্যারাকপুরের বিজেপি সাংসদের। এই ইস্যুতে তিনি মোদি সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন।  জুট কমিশনারের অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন, তেমনই হস্তক্ষেপ চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ ৪ রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠিও লিখেছেন। এই প্রেক্ষাপটে শনিবার রাতে রাজধানীতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক করেন অর্জুন। তিনি বলেন, 'এবার কিন্তু ফার্স্টটাইম আমি বোঝাতে পেরেছি, যে ৩:১ লড়াই আছে। উনি ফুললি কনভিন্সড। তারপর উনি টেক্সটাইল সেক্রেটারিকে বলেছেন। টেক্সটাইল সেক্রেটারি পয়েন্ট ওয়াইজ আমাদের সঙ্গে আলোচনা করবে।' 


ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ যখন এই ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন তখন তাঁর নাম না করে তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছে বাংলার শাসকদল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, হঠাৎ বিজেপিতে চলে যাওয়া তৃণমূল থেকে, তাঁরা অনেকে আজকে বুঝতে পারছেন, যে পাট শিল্প বলুন বা বিভিন্ন জিনিস, বাংলার স্বার্থে, বাংলার দাবিতে, বাংলার সমস্যার সমাধানে, দিল্লির বিজেপিটা বন্ধু নয় ! 
তৃণমূলের কটাক্ষের পাল্টা জবাব দিয়েছে বিজেপিও!  দিলীপ ঘোষ বলেন, ' এতদিনে মনে পড়ল? ঘুমোচ্ছিলেন ১১ বছর ধরে? অর্জুন সিংহ বলে দেবেন, তারপর ঘুম ভাঙবে, তারপর পাট নিয়ে আন্দোলন করবেন! ' 


৪ মে, জুট কমিশনের দফতরের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে তৃণমূল। সেই কর্মসূচিতে  সমর্থন জানিয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। জল্পনা চলছে,  পাট নিয়ে কেন্দ্রের সঙ্গে সংঘাতের পরিণতি কি রাজনৈতিক বিচ্ছেদ পর্যন্ত গড়াবে?