Vivo Smartphones: ভিভো সংস্থা জানিয়েছে তারা লঞ্চ করতে চলেছে ভিভো টি৩ ৫জি (Vivo T3 5G) ফোন। এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। তবে ভারতের বাজারে যে ভিভোর এই ৫জি (Vivo 5G Phone) ফোন লঞ্চ হবে সেটা নিশ্চিত। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) থেকে ভিভো টি৩ ৫জি ফোন কেনা যাবে। দেখে নেওয়া যাক এই ফোনের সম্ভাব্য দাম এবং ফিচার।
ভিভো টি৩ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে এক্স মাধ্যমে সংস্থার তরফে এই ঘোষণা করা হয়েছে
- এই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে ৮ জিবি র্যাম যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে ভিভো টি৩ ৫জি ফোন লঞ্চ হতে পারে। এই ফোনে থাকতে পারে ভার্চুয়াল র্যামের ফিচার। তার সাহায্যে ফোনের ইনবিল্ট র্যামের পরিমাণ বাড়ানো সম্ভব।
- ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে ভিভো টি৩ ৫জি ফোনে। এছাড়াও থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি।
- যে টিজার ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে সবুজ রঙে ভিভো টি৩ ৫জি ফোন লঞ্চ হতে পারে।
- ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে ভিভো টি৩ ৫জি ফোনে। এই ক্যামেরা মডিউল সাজানো থাকতে পারে ফোনের রেয়ার প্যানেলে লম্বালম্বি ভাবে।
- টিপস্টার সুধাংশু আম্ভোরে দাবি করেছেন, এই ফোনের দাম ২০ হাজার টাকার আশপাশে হবে। তবে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। crystal flake এবং cosmic blue- এই দুই রঙে লঞ্চ হতে পারে ভিভো টি৩ ৫জি ফোন।
- ভিভো টি৩ ৫জি ফোনে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED স্ক্রিন থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসপ্লের উপরে হোল পাঞ্চ কাট আউট থাকবে সেখানে সাজানো থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- ভিভো 'টি' সিরিজের আসন্ন ৫জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের Sony IMX882 প্রাইমারি সেনসর থাকতে পারে যা অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত হতে পারে। এর সঙ্গে ২ মেগাপিক্সেলের bokeh লেন্স থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা শোনা গিয়েছে।
- ভিভো টি৩ ৫জি ফোনে ডুয়াল স্টিরিও স্পিকার থাকতে পারে। এটি একটি IP54 রেটিং যুক্ত ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে।
আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও জেড৯ ৫জি ফোন, কী কী ফিচার রয়েছে, দাম কত?