iQoo Smartphones: আইকিউওও জেড৯ ৫জি (iQoo Z9 5G) লঞ্চ হয়েছে ভারতে। ভিভো (Vivo) সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও- এর 'জেড' সিরিজের (iQoo Z Series) এই ফোন দুটো রঙে দেশে লঞ্চ হয়েছে। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ প্রসেসর। এছাড়াও রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। আর রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরও রয়েছে। আইকিউওও জেড৯ ৫জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এই ফোন একটি ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস। 


ভারতে আইকিউওও জেড৯ ৫জি ফোনের দাম


এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনেরই ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২১,৯৯৯ টাকা। Brushed Green এবং Graphene Blue- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও জেড৯ ৫জি ফোন। আর্লি সেল শুরু হয়েছে ১৩ মার্চ দুপুর ১২টা থেকে। এছাড়াও সব ইউজাওরা ১৪ মার্চ দুপুর ১২টা থেকে এই ফোন কিনতে পারবেন। আইকিউওও জেড৯ ৫জি ফোন কেনা যাবে অ্যামাজন ইন্ডিয়া, আইকিউওও ইন্ডিয়া স্টোর এবং অন্যান্য রিটেল স্টোর থেকে। আইসিআইসিআই এবং এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে ফোন কিনলে ২০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। 


আইকিউওও জেড৯ ৫জি ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন



  • এই ফোনে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED ডিসপ্লে রয়েছে। ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে এই ফোনে। অ্যান্ড্রয়েড ১৪ বেসড Funtouch OS 14- এর সাহায্যে পরিচালিত হবে আইকিউওও জেড৯ ৫জি ফোন। 

  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের Sony IMX88 মেন সেনসরের সঙ্গে (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত) ২ মেগাপিক্সেলের একটি Bokeh শুটার রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 

  • এই ফোনের ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ডুয়াল স্টিরিও স্পিকার রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ওয়াই-ফাই ৬, ওয়াই-ফাই ডিরেক্ট, ব্লুটূথ ৫.৩, ইউএসবি টাইপ-সি পোর্টের সাপোর্ট। আর রয়েছে ইন-ডিসপ্লের ফিঙ্গারপ্রিন্ট সেনসর। 

  • আইকিউওও সংস্থা দাবি এই ফোনে যে ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তির সাপোর্ট রয়েছে তার সাহায্যে শূন্য থেকে ৫০ শতাংশ চার্জ হবে মাত্র ৩১ মিনিটে। 


আরও পড়ুন- ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে হাজির পোকো এক্স৬ নিও ৫জি, দাম কত?