কলকাতা: ডায়াবেটিস একটি মেটাবলিক রোগ। অর্থাৎ মেটাবলিজমের সমস্যার কারণে এই রোগ হয়ে থাকে। এই রোগে রক্তে সুগারের মাত্রা অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। সুগার নিয়ন্ত্রণের জন্য জরুরি ইনসুলিন হরমোন। এই হরমোনের ক্ষরণই কমে যায় ডায়াবেটিক রোগীদের। তবে ডায়াবেটিস ক্ষতি করতে পারে চোখেরও। চিকিৎসকদের কথায় চোখের একাধিক রোগের পিছনে বড় কারণ হিসেবে থাকতে পারে ডায়াবেটিস।


চোখের রোগের কারণ ডায়াবেটিস ?


শুধু কারণ নয়, বড় কারণ বলেই জানাচ্ছেন চক্ষুরোগ বিশেষজ্ঞরা। কর্মজীবনে রয়েছেন এমন অধিকাংশ ব্যক্তিদেরই ডায়াবেটিস থেকে চোখের সমস্যা (Diabetes In Eye Disease) হয়। ১২ মার্চ ছিল বিশ্ব গ্লুকোমা দিবস। এই দিনটি পালনের উদ্দেশ্যও চোখের বিভিন্ন রোগ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতার প্রসার ঘটানো। ডায়াবেটিসের কারণে চোখের বেশ কিছু রোগ (Eye Disease Cause) যেমন ছানি বা ক্যাটারাক্ট, গ্লুকোমা, ম্যাকুলার এডেমা ও ড্রাই আইসের অর্থাৎ চোখের জল শুকিয়ে যাওয়া মতো সমস্যা দেখা দেয়। এর মধ্যে গ্লুকোমা বেশ ক্ষতিকর একটি রোগ। ঠিক সময়ে এটি ধরা না পড়লে চোখের স্থায়ী ক্ষতি হয়। হারিয়ে যেতে পারে দৃষ্টিশক্তি।


ডায়াবেটিসের জেরে গ্লুকোমা


ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক ঐশ্বর্য কৃষ্ণমূর্তি সংবাদমাধ্যমকে জানান, ডায়াবেটিসে মেলিটাসে আক্রান্তদের চোখের নানা অংশের ক্ষতির আশঙ্কা থাকে। রেটিনা, কর্নিয়া, চোখের পাতা এমনকি চোখের ভিতর থাকা বিভিন্ন রক্তনালিগুলিও ক্ষতিগ্রস্ত হয়। চোখের ভিতর একটি নির্দিষ্ট প্রেশার বা চাপ থাকে। এই চাপ বেড়ে গেলে অপটিক নার্ভের ক্ষতি হয়। এর জেরেই গ্লুকোমা (Glaucoma For Diabetes) হয়। যার ফলে দৃষ্টিশক্তি হারিয়ে যেতে পারে। 


চমকে দেওয়ার মতো পরিসংখ্যান


চোখের রোগ সংক্রান্ত বেশ কিছু পরিসংখ্যান রীতিমতো চমকে দেওয়ার মতোই। সম্প্রতি ল্যানসেট জার্নালে প্রকাশিত একটি গবেষণা জানাচ্ছে সারা ভারতে কমবেশি ২.১ কোটি মানুষের দৃষ্টিশক্তির নানা সমস্যা রয়েছে। এদের মধ্য়ে ২৪ লক্ষ মানুষ দৃষ্টিহীন। 


সুরাহা কীসে ?


অন্যদিকে ডায়াবেটিস পরিসংখ্যানও ভয়ের। দিন দিন এই রোগের হার বাড়ছে দেশে। ইন্টারন্যাশনাল ফেডারেশন ডায়াবেটিস অ্যাটলাসের পরিসংখ্যান জানাচ্ছে, ২০২১ সালে সারা ভারতে ৭.৪ কোটি মানুষ এই মেটাবলিক রোগে আক্রান্ত। বয়স তাদের সকলের ২০ থেকে ৭৯ বছরের মধ্যে। বিজ্ঞানীদের অনুমান, এভাবেই চললে ২০৪৫ সালের শেষে ১২৫ মিলিয়ন মানুষ সারা দেশে ডায়াবেটিসে আক্রান্ত হবে। তাই সুগার নিয়ন্ত্রণে রাখা জরুরি বলে জানাচ্ছেন চিকিৎসকরা। তবে এর পাশাপাশি ডায়াবেটিস ও কোলেস্টেরলও কবজায় রাখতে হবে।


ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।


তথ্যসূত্র - আইএএনএস


আরও পড়ুন - Health Tips: চল্লিশ পেরোলে চোখ কী বলে ? কোন পরীক্ষায় নজর হবে ভাল