Vivo Phones: ভারতে ভিভো টি৩ প্রো ৫জি ফোন (Vivo T3 Pro 5G Phone) লঞ্চ হতে চলেছে সে কথা আগেই জানা গিয়েছে। এবার এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে এল। ভিভো (Vivo Phones) কর্তৃপক্ষ জানিয়েছে তাদের 'টি' সিরিজের নতুন ৫জি ফোন (Vivo T Series 5G Phone) ভারতে লঞ্চ হবে আগামী ২৭ অগস্ট দুপুর ১২টার সময়। ভিভো এবং ফ্লিপকার্ট, দুই সংস্থার ওয়েবসাইটেই এই ফোনের জন্য তৈরি হয়েছে মাইক্রোসাইট। ভিভো টি৩ প্রো ৫জি ফোন কমলা রঙে ভারতে লঞ্চ হতে চলেছে। অনুমান করা হচ্ছে ভারতে এই ফোনের দাম ২৫ হাজার টাকার আশপাশে থাকবে। যদিও এই প্রসঙ্গে ভিভো সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। ভিভো টি২ প্রো ৫জি যা গতবছর অর্থাৎ ২০২৩ সালে লঞ্চ হয়েছিল তারই সাকসেসর মডেল হিসেবে ভিভো টি৩ প্রো ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। শোনা গিয়েছে, ভিভো- র আসন্ন ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট থাকতে পারে। এছাড়াও দেখে যেতে পারে থ্রিডি কার্ভড AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। লঞ্চের পর ভিভোর নতুন ৫জি ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং ভিভো সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে। স্যান্ডস্টোন অরেঞ্জ রঙে এই ফোন লঞ্চ হতে চলেছে। ফোনের রেয়ার প্যানেলে থাকতে চলেছে ভেগান লেদার ফিনিশ। ডুয়াল স্পিকারও থাকতে পারে এই ভিভো টি৩ প্রো ফোনে। 


ভিভো টি৩ প্রো ৫জি ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে দেখে নেওয়া যাক 



  • শোনা যাচ্ছে, আগামী ২১ অগস্ট ভারতে যে আইকিউওও জেড৯এস প্রো ফোন লঞ্চ হবে তারই রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে লঞ্চ হতে চলেছে ভিভো তি৩ প্রো ৫জি ফোনে। 

  • এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। তার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট থাকতে পারে। 

  • ভিভো টি৩ প্রো ৫জি ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফ্ল্যাশ চার্জ ওয়্যারড চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে ডুয়াল স্টিরিও স্পিকার। 

  • ভিভো টি৩ প্রো ৫জি ফোনে ভেগান লেদার ফিনিশ থাকতে পারে। সম্ভবত কমলা রঙে দেখা যাবে এই ভেগান লেদার ফিনিশ। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না ফোন। 

  • এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে যুক্ত থাকতে পারে ৮ জিবি র‍্যাম। এছাড়াও থাকতে পারে অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্ট। 

  • ভিভো টি৩ প্রো ৫জি ফোনে একটি থ্রিডি কার্ভড AMOLED ডিসপ্লে থাকবে। এর রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। শোনা যাচ্ছে, আগামী ২১ অগস্ট ভারতে যে আইকিউওও জেড৯এস প্রো ফোন লঞ্চ হবে তারই রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে লঞ্চ হতে চলেছে ভিভো তি৩ প্রো ৫জি ফোনে। 


আরও পড়ুন- ভারতে আসছে রিয়েলমি ১৩ ৫জি সিরিজ, কবে লঞ্চ হবে নতুন স্মার্টফোন? কী কী মডেল লঞ্চ হতে চলেছে?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।