Realme Phones: রিয়েলমি ১৩ প্রো প্লাস ৫জি ফোন (Realme 13 Pro Plus 5G) আগেই লঞ্চ হয়েছে ভারতে। এবার এই ফোন দেশে লঞ্চ হল নতুন রঙে। প্রথমে সবুজ এবং সোনালি রঙে এই ফোন ভারতে লঞ্চ হয়েছিল। এবার রিয়েলমি ১৩ প্রো প্লাস ৫জি ফোন (Realme Smartphones) দেশে লঞ্চ হয়েছে বেগুনি রঙে। এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর। এর সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে। এটি একটি AMOLED স্ক্রিন এবং এই ডিসপ্লেতে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। রিয়েলমি ১৩ প্রো প্লাস ৫জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। আর ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। রিয়েলমি ১৩ প্রো প্লাস ৫জি ফোনের সঙ্গে একই দিনে রিয়েলমি ১৩ প্রো ৫জি ফোনও লঞ্চ হয়েছিল ভারতে। 


রিয়েলমি ১৩ প্রো প্লাস ৫জি ফোনের নতুন বেগুনি রঙের মডেলের দাম কত এবং কবে থেকে বিক্রি শুরু হবে ও কী কী অফার রয়েছে আর কোথা থেকে কেনা যাবে, দেখে নিন 


আগামী ২ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে বিক্রি শুরু হবে রিয়েলমি ১৩ প্রো প্লাস ৫জি ফোনের নতুন Monet Purple রঙের মডেলের। অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট এবং রিয়েলমি ইন্ডিয়া ওয়েবসাইট থেকে। এছাড়াও পাওয়া যাবে বিভিন্ন অফলাইন দোকানে। রিয়েলমি ১৩ প্রো প্লাস ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩২,৯৯৯ টাকা। এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৩৪,৯৯৯ টাকা। এছাড়াও ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৬,৯৯৯ টাকা। 


যাঁরা ২ সেপ্টেম্বর দুপুর থেকে মধ্যরাতের মধ্যে রিয়েলমি ১৩ প্রো প্লাস ৫জি ফোনের Monet Purple রঙের মডেল কিনবেন তাঁরা ৩০০০ টাকা ব্যাঙ্ক অফার পাবেন। এছাড়াও থাকবে ৪০০০ টাকার এক্সচেঞ্জ অফার। ব্যাঙ্ক অফার বজায় থাকবে নির্দিষ্ট সময়ের জন্য। আর শুধুমাত্র Monet Purple রঙের মডেলেই এই অফার পাওয়া যাবে। 


আরও পড়ুন- কেন কিনবেন রিয়েলমি ১৩ ৫জি সিরিজের ফোন? কী কী ফিচার রয়েছে জানেন? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।