Vivo T3x 5G: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো টি৩এক্স ৫জি ফোন। আগামী ১৭ এপ্রিল এই ফোন দেশে লঞ্চ হতে চলেছে। ভিভো টি২এক্স ৫জি ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে এই নতুন মডেল। আনুষ্ঠানিক লঞ্চের আগে এবার ভিভো সংস্থাই তাদের আসন্ন ফোনের ব্যাটারি স্পেসিফিকেশন নিশ্চিত করেছে। জানা গিয়েছে, ভিভো টি৩এক্স ৫জি ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকতে চলেছে। এক্স মাধ্যমে ভিভো ইন্ডিয়ার তরফে একটি টিজার ভিডিও শেয়ার করে এই তথ্য প্রকাশ করেছে ভিভো সংস্থা। ভিভো টি৩এক্স ৫জি ফোনের ডিজাইন এবং রঙের অপশন আগেই নিশ্চিত করা হয়েছে। সম্প্রতি এই ফোনের প্রসেসর সম্পর্কেও জানা গিয়েছে। এর পাশাপাশি ফোনের দাম সম্পর্কেও আভাস দিয়েছে ভিভো কর্তৃপক্ষ। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে। 


 






 


বলা হচ্ছে, ভিভো টি৩এক্স ৫জি ফোন সেগমেন্টের স্লিমেস্ট অর্থাৎ সরু ফোন হতে চলেছে। ৭.৯৯ মিলিমিটার পুরু হতে চলেছে ফোনের নীচের অংশ। এই স্মার্টফোনের দাম ১৭ হাজার টাকার মধ্যে শুরু হতে চলেছে ভারতে, এমনটাই শোনা গিয়েছে। অন্যদিকে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার মাইক্রোসাইটে বলা হয়েছিল যে ভারতে ১৫ হাজার টাকার মধ্যে লঞ্চ হবে ভিভো টি৩এক্স ৫জি ফোন। বিভিন্ন র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে এই ফোন লঞ্চ হবে দেশে। অনুমান সেগুলির দাম হবে ১৪ হাজার টাকা থেকে ১৭ হাজার টাকার মধ্যে। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে ভিভো টি৩এক্স ৫জি ফোনের একটি ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হবে এই আভাস আগেই পাওয়া গিয়েছে ফ্লিপকার্টের মাইক্রোসাইটে। 


ভিভোর আসন্ন এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর থাকবে। এছাড়াও থাকবে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট এবং দুটো রং সেলেস্টিয়াল গ্রিন ও ক্রিমসন রেড, এই দুই রঙে ভারতে লঞ্চ হতে পারে ভিভো টি৩এক্স ৫জি ফোন। এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের ডেপথ শুটার এবং এলইডি ফ্ল্যাশ ইউনিট থাকার সম্ভবনা রয়েছে। এই ফোনে ৪৪ ওয়াটের ওয়্যারড ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট থাকতে পারে। ভিভো টি৩এক্স ৫জি ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে চলেছে। আগে শোনা গিয়েছিল এই ফোনে ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। ৪ জিবি, ৬ জিবি এবং ৮ জিবি র‍্যাম নিয়ে এই ফোন লঞ্চ হতে পারে। অনবোর্ড স্টোরেজের পরিমাণ থাকতে পারে ১২৮ জিবি। 


আরও পড়ুন- বিশ্বের প্রথম 'ফুল লেভেল ওয়াটারপ্রুফ' ফোন ওপ্পো এ৩ প্রো, কী কী ফিচার রয়েছে এই ডিভাইসে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।