Vivo Phones: ভিভো টি৪ আলট্রা ফোন (Vivo T4 Ultra 5G) ভারতে লঞ্চ হবে একথা আগেই জানা গিয়েছিল। এবার প্রকাশ্যে এল তার দিনক্ষণ। ভিভো টি৪ আলট্রা ফোন ভারতে লঞ্চ হতে চলেছ আগামী ১১ জুন, দুপুর ১২টায়। দেশে লঞ্চের পর ফ্লিপকার্ট এবং ভিভো ইন্ডিয়া ই-স্টোর থেকে এই ফোন অনলাইনে কেনা যাবে। এছাড়াও পাওয়া যাবে অফলাইন রিটেল স্টোর থেকে। এর আগে ভিভো টি৪ ৫জি এবং ভিভো টি৪এক্স ৫জি- এই দুই ফোন ভারতে লঞ্চ হয়েছে। এবার আসছে ভিভো টি৪ আলট্রা মডেল। কালো রঙেই এই ফোন লঞ্চ হতে চলেছে। এর সঙ্গে থাকবে মার্বেল প্যাটার্নের সাদা এবং খয়েরি ফিনিশ। 

ক্যামেরা মডিউলের ডিজাইন 

ওভাল শেপের রেয়ার ক্যামেরা মডিউল থাকতে চলেছে ভিভো টি৪ আলট্রা ৫জি ফোনে। ফোনের ব্যাক প্যানেলে বাঁদিকে উপরের কোণায় এই ক্যামেরা মডিউল সেট করা থাকবে। এই ওভাল শেপের ক্যামেরা ইউনিটের মধ্যে একটি গোলাকার স্লট থাকবে। সেখানে দুটো ক্যামেরা সেনসর থাকবে। তৃতীয় একটি ক্যামেরা সেনসরও থাকতে চলেছে এই ফোনে। সেটি টেলিফটো শুটার বলে অনুমান করা হচ্ছে। ওই গোলাকার প্যাটার্নের নীচে থাকবে এই টেলিফটো ক্যামেরা সেনসর। এরও নীচে থাকবে একটি রিং শেপের এলইডি ফ্ল্যাশ ইউনিট। 

ভিভো টি৪ আলট্রা ৫জি ফোনের একটি টিজার ইতিমধ্যেই এক্স মাধ্যমে প্রকাশিত হয়েছে। ১০এক্স টেলিফটো ম্যাক্রো জুম সাপোর্ট থাকতে চলেছে ভিভোর এই ফোনে। এখনও এই ফোনের দাম প্রকাশ করেনি সংস্থা। এই ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে ১০০এক্স ডিজিটাল জুম সাপোর্ট থাকতে চলেছে বলে শোনা যাচ্ছে। 1.5K রেজোলিউশন যুক্ত quad-curved ডিসপ্লে থাকতে চলেছে ভিভো টি৪ আলট্রা ফোনে। আগে শোনা গিয়েছিল, ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে থাকবে ভিভোর এই ফোনে যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর, ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো শুটার থাকতে পারে এই ফোনে। মিডিয়াটেক ডিমেনসিটি ৯৩০০ সিরিজের চিপসেট থাকতে পারে এই ফোনে। ৯০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে ভিভো টি৪ আলট্রা ৫জি ফোনে। অ্যান্ড্রয়েড ১৫ বেসড Funtouch OS 15- এর সাহায্যে পরিচালিত হবে ভিভো টি৪ সিরিজের আলট্রা মডেল। 

Vivo Phones: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো 'এক্স' সিরিজের একটি ফোন। খুব তাড়াতাড়িই এই ফোন দেশে লঞ্চ হবে বলে অনুমান। ভিভো এক্স২০০ এফই মডেল লঞ্চের আভাস পাওয়া গিয়েছে। ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ডস অর্থাৎ বিআইএস- এর ওয়েবসাইটে এই ফোনের নাম দেখা গিয়েছে। আর তার থেকেই অনুমান, ভিভোর এই ফোন ভারতে লঞ্চ হতে খুব বেশি দেরি নেই। চিনে আগেই লঞ্চ হয়েছে ভিভো এস৩ প্রো মিনি ফোন। শোনা যাচ্ছে, এরই রিব্র্যান্ডেড হতে চলেছে ভিভো এক্স২০০ এফই ফোন। ভারতের পাশাপাশি অন্যান্য গ্লোবাল মার্কেটেও এই ফোন লঞ্চ হতে চলেছে বলে শোনা গিয়েছে।