Vivo Smartphone: ভিভো ভি২৯ই (Vivo V29e) ফোন ভারতে লঞ্চ হয়েছে। এই ফোন রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। এবার দেখে নেওয়া যাক ভারতে এই ফোনের দাম কত এবং কী কী ফিচার রয়েছে এই ফোনে। 


ভারতে ভিভো ভি২৯ই ফোনের দাম


এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৬,৯৯৯ টাকা। অন্যদিকে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৮,৯৯৯ টাকা। Artistic Blue এবং Artistic Red- এই দুই রঙে লঞ্চ হয়েছে ভিভো ভি২৯ই ফোন। ভিভো সংস্থার ই-স্টোর এবং ফ্লিপকার্টের মাধ্যমে ইতিমধ্যেই এই ফোনের প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিক্রি। 


ভিভো ভি২৯ই ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে



  • এই ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রয়েছে ডুয়াল ন্যানো সিম। অ্যান্ড্রয়েড ১৩ বেসড FuntouchOS 13- এর সাহায্যে পরিচালিত হবে ফোন।

  • এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট। এর সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর। সেখানে রয়েছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 


ভারতে আসছে মোটোরোলা 'জি' সিরিজের নতুন ফোন


ভারতে লঞ্চ হতে চলেছে মোটো জি৮৪ ৫জি ফোন। আগামী ১ সেপ্টেম্বর এই ফোন লঞ্চ হতে চলেছে দেশে। জনপ্রিয় টিপস্টার যোগেশ ব্রার জানিয়েছেন, ভারতে মোটো জি৮৪ ৫জি ফোনের দাম ২২ হাজার থেকে ২৪ হাজার টাকার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। শোনা গিয়েছে, মোটোরোলার আসন্ন ফোনের থাকতে চলেছে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। তার সঙ্গে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ (ইনবিল্ট) যুক্ত থাকতে পারে। এছাড়াও মোটো জি৮৪ ৫জি ফোনে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের আপডেট থাকতে পারে। এছাড়াও এই ফোন মার্শমেলো ব্লু, মিডনাইট ব্লু এবং ভিভা ম্যাজেন্টা- এই তিনটি রঙে লঞ্চ হতে পারে বলে শোনা গিয়েছে। এছাড়াও মোটো জি৮৪ ৫জি ফোনে থাকতে পারে একটি ভেগান লেদার ফিনিশ।


আরও পড়ুন- আধার নম্বর পেলে যেকেউ হ্যাক করতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ?