Vivo V30 Series: ভারতে লঞ্চ হয়েছে ভিভো ভি৩০ সিরিজ (Vivo V30 Series)। এই স্মার্টফোনে সিরিজে ভিভো ভি৩০ (Vivo V30) এবং ভিভো ভি৩০ প্রো (Vivo V30 Pro)- এই দুই ফোন লঞ্চ হয়েছে।
ভারতে ভিভো ভি৩০ এবং ভিভো ভি৩০ প্রো- এই দুই ফোনের দাম কত, কী কী রঙে লঞ্চ হয়েছে, কবে থেকে কেনা যাবে
ভিভো ভি৩০ প্রো ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪১,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনের ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৬,৯৯৯ টাকা। আন্দামান ব্লু এবং ক্লাসিক ব্ল্যাক- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ভিভো ভি৩০ প্রো ফোন। এর পাশাপাশি ভিভো ভি৩০ ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৩,৯৯৯ টাকা। এই ফোনেরই ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৩৫,৯৯৯ টাকা। পিকক গ্রিন, আন্দামান ব্লু এবং ক্লাসিক ব্ল্যাক- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে ভিভো ভি৩০ ফোন। আগামী ১৪ মার্চ থেকে ভিভো ভি৩০ সিরিজের দুই ফোনের বিক্রি শুরু হতে চলেছে। আপাতত প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে অনলাইন এবং অফলাইন, দুই ক্ষেত্রেই।
ভারতে ভিভো ভি৩০ এবং ভিভো ভি৩০ প্রো- এই দুই ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে
- ভিভো ভি৩০ সিরিজের এই দুই ফোনে রয়েছে গ্লাস ব্যাক এবং ফ্রন্ট প্যানেল। ডিজাইনের দিক থেকে এই দুই ফোন যথেষ্টই আকর্ষণীয়। ভিভো ভি৩০ এবং ভিভো ভি৩০ প্রো- এই দুই ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে যেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। তার উপরে রয়েছে পাঞ্চ হোল কাট আউট। সেখানে সাজানো রয়েছে ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোনের ডিসপ্লে একটি কার্ভড স্ক্রিন।
- ভিভো ভি৩০ প্রো ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এখানে Zeiss ব্র্যান্ডের ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন লেন্স (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত), ৫০ মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স এবং ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে।
- ভিভো ভি৩০ ফোনে রয়েছে দুটো রেয়ার ক্যামেরা সেনসর। একটি ৫০ মেগাপিক্সেলের মেন লেন্স যেখানে অপটিকাল ইমেজস টেবিলাইজেশন ফিচার যুক্ত রয়েছে। অন্যটি ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স।
- ভিভো ভি৩০ এবং ভিভো ভি৩০ প্রো- দুই ফোনেই ৫০ মেগাপিক্সেলের অটো ফোকাস ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও দুই ফোনেই রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
- ভিভো ভি৩০ প্রো ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ প্রসেসর রয়েছে। অন্যদিকে ভিভো ভি৩০ ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট রয়েছে।
আরও পড়ুন- নতুন ইমোজি, থার্ড পার্টি অ্যাপ স্টোর, iOS 17.4 আপডেটে আর কী কী সুবিধা রয়েছে?