Vivo V30e Smartphone: ভিভো সংস্থা নতুন একটি স্মার্টফোন (Vivo Smartphones) নিয়ে কাজ করছে। ভিভো ভি২৯ই ফোনের সাকসেসর হিসেবে সংস্থা লঞ্চ করতে চলেছে ভিভো ভি৩০ই ফোন (Vivo V30e)। শোনা যাচ্ছে, চলতি বছর অগস্ট মাসে হয়তো এই ফোন দেশে লঞ্চ হতে পারে। তবে এখনই নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানা যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য, ভিভো ভি২৯ই ফোন গত বছর অর্থাৎ ২০২৩ সালে অগস্ট মাসেই লঞ্চ হয়েছিল। সেই থেকেই অনুমান যে সাকসেসর মডেলও হয়তো এই বছর অগস্টেই লঞ্চ হতে পারে। 


ভারতে আনুষ্ঠানিক লঞ্চের আগে ফাঁস হয়েছে ভিভো ভি৩০ই ফোনের ডিসপ্লে এবং ক্যামেরা স্পেসিফিকেশন 



  • শোনা যাচ্ছে, ভিভো ভি৩০ই ফোনে একটি থ্রিডি কার্ভড ডিসপ্লে থাকতে চলেছে। বেশ সরু ডিজাইনের হতে চলেছে এই ফোন। পাতলা এবং ওজনেও হাল্কা হবে এই ফোন। 

  • ভিভো ভি৩০ই ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। 

  • এছাড়াও এই ফোনে একটি Sony IMX882 ক্যামেরা সেনসর থাকতে পারে। রেয়ার ক্যামেরা ইউনিটে এই সেনসর দেখা যেতে পারে। এই ক্যামেরা সেনসরের সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত থাকতে পারে। 

  • ভিভো ভি৩০ এবং ভিভো ভি৩০ প্রো- এই দুই ফোনের মতই নতুন ভিভো ভি৩০ই ফোনে থাকতে চলেছে একটি aura light ফিচার। দুটো রঙে ভারতে লঞ্চ হতে পারে ভিভো ভি৩০ই ফোন। 

  • ভিভো ভি৩০ই ফোনে গোলাকার ক্যামেরা মডিউল থাকার সম্ভাবনা রয়েছে। এই রেয়ার ক্যামেরা মডিউল ফোনের ব্যাক প্যানেলে বাঁদিকে উপরের কোণে সজ্জিত থাকতে পারে। 

  • ভিভো ভি৩০ই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট থাকতে পারে। এর সঙ্গে যুক্ত থাকতে পারে ৮ জিবি র‍্যাম। আর এই ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৪ বেসড FunTouchOS- এর সাপোর্টে। 


সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে ভিভো টি৩এক্স ৫জি ফোন 


এই ফোনে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ভিভো-র নতুন ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর। ভিভো টি৩এক্স ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছে Crystal Green এবং Crimson Bliss- এই দুই রঙে। এই ফোনে রয়েছে ৪ জিবি, ৬ জিবি এবং ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। তিনটি ভ্যারিয়েন্টে র‍্যামের পরিমাণ আলাদা হলেও স্টোরেজের পরিমাণ একই রয়েছে। 


আরও পড়ুন- ভারতে আসছে রিয়েলমি নারজো সিরিজের নতুন ৫জি ফোন, দাম শুরু হবে ১২ হাজার টাকার কমে 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।