Vivo Phones: ভিভো সংস্থার নতুন একটি ফোন (Vivo Phones) ভারতে লঞ্চ হতে চলেছে। জানা গিয়েছে, ভিভো ভি৪০ই ফোন (Vivo V40e) ভারতে লঞ্চ হবে। নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে আসেনি। তবে অনুমান, সেপ্টেম্বর মাসের শেষদিকে এই ফোন দেশে লঞ্চের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ভিভো ভি৪০ই ফোনের সম্ভাব্য কিছু ফিচার ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ভিভো সংস্থার 'ভি' সিরিজের আরও দুই ফোন ভিভো ভি৪০ এবং ভিভো ভি৪০ প্রো- এই তালিকাতেই যুক্ত হবে ভিভো ভি৪০ই ফোন। কবে লঞ্চ হবে তার নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি, তেমনই ফোনের দাম সম্পর্কেও আভাস পাওয়া যায়নি। 


ভিভো ভি৪০ই ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে দেখে নিন একনজরে 



  • অ্যান্ড্রয়েড ১৪ বেসড Funtouch OS 14- র সাহায্যে পরিচালিত হতে পারে ভিভো ভি৪০ই ফোন। এই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ চিপসেট থাকতে পারে। 

  • ভিভো ভি৪০ই ফোনে একটি ৫৫০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। ফোনের দাম মাঝামাঝি রেঞ্জে হতে পারে। অর্থাৎ ভিভো- র এই ফোনের দাম আকাশছোঁয়া হবে না। 

  • এই ফোনে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কথা রয়েছে। ইতিমধ্যেই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে ভিভো ভি৪০ই ফোনের নাম দেখা গিয়েছে। তাই ভারতে এই ফোন যে লঞ্চ হবে তা স্পষ্ট। এই ফোনে ৮ জিবি র‍্যাম থাকার সম্ভাবনা রয়েছে। 


সম্প্রতি ভিভো-র আর একটি ফোন লঞ্চ হয়েছে ভারতে 


ভিভো টি৩ আলট্রা ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনে রয়েছে একটি কার্ভড ডিসপ্লে। এটি একটি AMOLED স্ক্রিন যেখানে ইউজাররা পাবেন 1.5K রেজোলিউশন। এছাড়াও এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। ভিভো টি৩ আলট্রা ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৯২০০ প্লাস চিপসেট রয়েছে। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। একবার পুরো চার্জ দিলে ৬৫ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক সাপোর্ট পাওয়া যাবে ভিভোর এই ফোনে। ভেপার চেম্বার কুলিং সিস্টেম রয়েছে এই ফোনে। ফলে একটানা ব্যবহার করলেও ফোন গরম হয়ে থাকবে না। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 


আরও পড়ুন- আইফোন ১৬ সিরিজের বিক্রি শুরু হচ্ছে কবে? ক্রেতাদের জন্য কী কী অফার থাকছে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।