Vivo Smartphone: চিনে লঞ্চ হয়েছে ভিভো সংস্থার দুটো নতুন ফোন। এই দুটি ফোন হল ফোল্ডেবল রেঞ্জের স্মার্টফোন। এবার লঞ্চ হয়েছে ভিভো এক্স ফোল্ড ২ (Vivo X Fold 2) এবং ভিভো এক্স ফ্লিপ (Vivo X Flip)- এই দুই ফোন। ভিভো এক্স ফোল্ড ২ ফোন লঞ্চ হয়েছে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ নিয়ে। Shadow Black, China Red এবং Azure Blue- এই তিন রঙে লঞ্চ হয়েছে ভিভো এক্স ফোল্ড ২ ফোন। অন্যদিকে ভিভো এক্স ফ্লিপ ফোন লঞ্চ হয়েছে ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ- এই দুই ভ্যারিয়েন্টে। Diamond Black, Ling Purple এবং Silk Gold- এই তিনটি রঙে। ভারত এবং গ্লোবাল মার্কেটে ভিভো সংস্থার এই দুই ফোল্ডেবল লঞ্চ হবে কিনা তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। 


ভিভো এক্স ফোল্ড ২ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন 



  • এই ফোনে রয়েছে ৮.০৩ ইঞ্চির একটি E6 AMOLED LTPO ইনার ডিসপ্লে। এখানে রয়েছে HDR10+ এবং Dolby Vision সাপোর্ট। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ।

  • এই ফোনে রয়েছে ৬.৫৩ ইঞ্চির একটি AMOLED আউটার স্ক্রিন প্যানেল যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। আউটার ডিসপ্লের উপরে রয়েছে SCHOTT UTG গ্লাস কভার।

  • স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ আউট অফ দ্য বক্স এবং OriginOS 3- এর সাপোর্ট। প্রসেসরের সঙ্গে সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত রয়েছে। 

  • ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে ভিভোর এই ফোল্ডেবল ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের Sony IMCX866 প্রাইমারি সেনসর রয়েছে। এখানে আবার রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার এবং Zeiss T লেন্স কোটিং। এই প্রাইমারি সেনসরের সঙ্গে ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং ১২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। ভিভোর নিজস্ব চিপ ভি২ রয়েছে এই ক্যামেরা সেটআপ।

  • ভিভো এক্স ফোল্ড ২ ফোনে একটি ৪৮০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স চার্জিং সাপোর্ট। 


ভিভো এক্স ফ্লিপ ফোনের ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে ৬.৭৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ইনার ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনের আউটার AMOLED স্ক্রিন ৩ ইঞ্চির যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ এবং এখানে রয়েছে কার্ভড এজ। 

  • ভিভোর এই ফোল্ডেবল ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট। এর সঙ্গে সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ বেসড OriginOS 3 সাপোর্ট।

  • ভিভো এক্স ফ্লিপ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্সের সঙ্গে ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।

  • ভিভো এক্স ফ্লিপ ফোনে ৪৪০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। 


আরও পড়ুন- ভারতে লঞ্চ হতে চলেছে লাভা অগ্নি ২ ৫জি, কী কী ফিচার থাকতে পারে? দামই বা কত হবে?