Vivo Foldable Phone: ভারতে নতুন ফোল্ডেবল ফোন (Vivo Foldable Phone) লঞ্চ করতে পারে ভিভো। শোনা যাচ্ছে, এবছর জুন মাসের শুরুর দিকে ভিভো এক্স ফোল্ড ৩ প্রো (Vivo X Fold 3 Pro) ভারতে লঞ্চ হতে পারে। এই ফোল্ডেবল ফোন (Foldable Smartphone) চলতি বছর মার্চ মাসে চিনে লঞ্চ করেছে ভিভো কর্তৃপক্ষ (Vivo Smartphones)। শোনা যাচ্ছে এবার ভিভোর এই ফোল্ডেবল ফোন ভারতের বাজারে আসতে চলেছে। জুন মাসের শুরুর দিকে এই ফোন দেশে লঞ্চের সম্ভাবনা আছে, একথা শোনা গেলেও নির্দিষ্ট কোনও দিনক্ষণ প্রকাশ্যে আসেনি। MySmartPrice- এর একটি রিপোর্টে বলা হয়েছে যে জুন মাসের শুরুর দিকে ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোন ভারতে লঞ্চ হতে পারে। যদি এই তথ্য সত্যি হয় তাহলে ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোন সংস্থার প্রথম ফোল্ডেবল মডেল হতে চলেছে যা গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টে কোয়ালকএম্র স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট থাকতে পারে। এর সঙ্গে ১৬ জিবি র‍্যাম যুক্ত থাকবে বলে শোনা যাচ্ছে। এছাড়াও এই ফোনে থাকতে পারে অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্ট। 


সম্প্রতি ভিভো ভি৩০ই ফোনের বিক্রি শুরু হয়েছে ভারতে, এই ফোনের দাম কত এবং কী কী অফার রয়েছে, দেখে নিন 


ভারতে ভিভো ভি৩০ই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা। ভিভো ইন্ডিয়ার ই-স্টোর এবং ফ্লিপকার্ট ইন্ডিয়া ই-কমার্স সংস্থার ওয়েবসাইট থেকে অনলাইনে এই ফোন কেনা যাবে। এছাড়াও পাওয়া যাবে ভিভো সংস্থার বিভিন্ন পার্টনার রিটেল স্টোরে। 


যদি আপনি কোনও দোকান থেকে ভিভো ভি৩০ই ফোন কিনতে যান এবং সেক্ষেত্রে আইসিআইসিআই, এসবিআই, ইন্ডাসইন্ড, আইডিএফসি এবং অন্যান্য ব্যাঙ্কের কার্ড ব্যবহার করেন তাহলে ফ্ল্যাট ১০ শতাংশ ছাড় পাবেন। এর পাশাপাশি ভিভো ভি৩০ই ফোন কেনার ক্ষেত্রে ক্রেতারা ১২ মাসের জন্য জিরো ডাউন পেমেন্ট পাবেন নির্দিষ্ট এনবিএফসি পার্টনারের ক্ষেত্রে। 


যদি আপনি ভিভো ভি৩০ই ফোন অনলাইনে কেনেন তাহলেও ১০ শতাংশ ছাড় থাকবে এইচডিএফসি এবং এসবিআই ব্যাঙ্কের কার্ডে। 


আরও পড়ুন- মোটো বাডস এবং মোটো বাডস প্লাস লঞ্চ হয়েছে ভারতে, দাম কত এই দুই ইয়ারবাডসের? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।