Foldable Smartphone: ভিভো সংস্থার ফোল্ডেবল ফোন (Vivo Foldable Phone) লঞ্চ হতে চলেছে ভারতে। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছে ওই ফোন। বলা হচ্ছে, এই প্রথম দেশে এত পাতলা ফোল্ডেবল ফোন লঞ্চ হতে চলেছে। জানা গিয়েছে, ভারতে লঞ্চ হবে ভিভো এক্স ফোল্ড ৩ (Vivo X Fold 3) ফোন। এই ফোন কিছুদিন আগেই চিনে লঞ্চ হয়েছে এবং তার সঙ্গে ছিল ভিভো এক্স ফোল্ড ৩ প্রো (Vivo X Fold 3 Pro) ফোনও। চিনে ভিভো এক্স ফোল্ড ৩ ফোন লঞ্চ হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, ৫৫০০ এমএএইচ ব্যাটারি, ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট নিয়ে। এছাড়াও বইয়ের মতো দেখতে এই ফোল্ডেবলে ফোনে রয়েছে ৮.০৩ ইঞ্চির প্রাইমারি ডিসপ্লে, ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। ভারতে ভিভো এক্স ফোল্ড ৩ ফোন লঞ্চ হবে একথা শোনা গেলেও ভিভো সংস্থা এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। তবে অনুমান, চিনে এই ফোন যে ডিজাইন এবং ফিচার ও স্পেসিফিকেশন নিয়ে লঞ্চ হয়েছে, ভারতেও তাই হবে। আর বেস ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চের কথা শোনা গেলেও প্রো মডেল অর্থাৎ ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোন ভারতে লঞ্চ হবে কিনা এই ব্যাপারে কিছু জানা যায়নি। 


ভিভো এক্স ফোল্ড ৩ - ভারতের স্লিমেস্ট ফোল্ডেবল ফোন 


চিনে এই ফোনের যে মডেল লঞ্চ হয়েছে তা ফোল্ড করা অবস্থা ১০.২ মিলিমিটার পুরু। অনুমান, ভারতেও একই মডেল লঞ্চ হবে। এর আগে লঞ্চ হয়েছিল ভিভো এক্স ফোল্ড ২ ফোন, যার সাকসেসর হিসেবেই ভিভো ফোল্ড এক্স৩ ফোন লঞ্চ হয়েছে। এক্ষেত্রে উল্লেখ্য, ভিভো এক্স ফোল্ড ২ ফোন ছিল ১২.৯ মিলিমিটার পুরু, ফোল্ড থাকা অবস্থায়। 


চিনে ভিভো এক্স ফোল্ড ৩ ফোন কী কী ফিচার নিয়ে লঞ্চ হয়েছে, দেখে নেওয়া যাক একনজরে 



  • এই ফোনে ৮.০৩ ইঞ্চির মেন ডিসপ্লের সঙ্গে রয়েছে ৬.৫৩ ইঞ্চির কভার স্ক্রিন। দু'টি ডিসপ্লেই হল AMOLED স্ক্রিন। কভার স্ক্রিনের উপরে রয়েছে আলট্রা থিন গ্লাস প্রোটেকশ।

  • এই ফোনের প্রসেসর সঙ্গে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত রয়েছে। অ্যান্ড্রয়েড ১৪ বেসড OriginOS 4- এর সাহায্যে এই ফোন পরিচালিত হবে। 

  • এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। তার সঙ্গে আরও একটি ৫০ মেগাপিক্সেলের সেনসর যা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত এবং ৫০ মেগাপিক্সেলের পোর্ট্রেট শুটার রয়েছে। এছাড়াও কভার এবং মেন স্ক্রিন, দুটোর উপরেই ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। 

  • ভিভো এক্স ফোল্ড ৩ মডেলে ৮০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে ৫৫০০ এমএএইচের শক্তিশালী একটি ব্যাটারি।  


আরও পড়ুন- ভারতে কত হতে পারে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনের দাম? লঞ্চের আগেই ফাঁস, দেখে নিন