Meta Layoffs: চূড়ান্ত পর্যায়ে কর্মী ছাঁটাই (Final Layoffs) শুরু করল মেটা (Meta)। ফেসবুকের পেরেন্ট অর্গানাইজেশনের এই ছাঁটাই প্রক্রিয়ায় ১০ হাজার কর্মী চাকরি খোয়াবেন। তিনটি পর্যায়ে শুরু হয়েছিল কর্মী ছাঁটাই। এখন চলছে ফাইনাল রাউন্ড। রয়টার্স সূত্রে খবর, এবার মেটা সংস্থার বিজনেস টিমের উপর কোপ পড়েছে। মার্চ মাসে এই ছাঁটাই প্রক্রিয়ার কথা ঘোষণা করেছিল মেটা কর্তৃপক্ষ। তারা এও জানিয়েছিল যে মে মাসের মধ্যে এই পর্যায়ের কর্মী ছাঁটাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তিন দফায় মোট ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা বলা হয়েছিল সেই সময়ে। এবার সেই ছাঁটাই প্রক্রিয়ারই শেষ পর্যায়ে এসে পৌঁছেছে মার্ক জুকেরবার্গের সংস্থা মেটা। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে প্রথম পর্যায়ে একধাক্কায় প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাই করেছিল মেটা সংস্থা।


ফাইনাল কর্মী ছাঁটাইয়ে কাদের উপর কোপ


মার্কেটিং, সাইট সিকিউরিটি, এন্টারপ্রাইস ইঞ্জিনিয়ারিং, প্রোগ্রাম ম্যানেজমেন্ট, কনটেন্ট স্ট্র্যাটেজি এবং কর্পোরেট কমিউনিকেশনস- এইসব বিভাগ থেকে ব্যাপক সংখ্যায় চলছে কর্মী ছাঁটাই। লিঙ্কডইনে অনেকেই ঘোষণা করেছেন যে তাঁরা মেটা থেকে চাকরি খুইয়েছেন। এইসব বিভাগের পাশাপাশি প্রাইভেসি এবং ইন্টগ্রিটি বিভাগ থেকেও কর্মী ছাঁটাই করেছে মেটা। লিঙ্কডইন পোস্টের মাধ্যমে তেমনই জানা গিয়েছে। সূত্রের খবর, মেটা তার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম থেকে প্রায় ১০ হাজার লোককে ছাঁটাই করতে চলেছে। এর আগে ২০২২ সালের নভেম্বরে ১১ হাজার কর্মী ছাঁটাই করেছিল মেটা।


চমকে দেওয়ার মতো পরিসংখ্যান


টেক এমপ্লয়ি অর্থাৎ বিভিন্ন প্রযুক্তি ভিত্তিক সংস্থায় (Tech Companies) যাঁরা কর্মরত চলতি বছর তাঁদের জন্য বেশ খারাপ। বড় কোম্পানি হোক বা স্টার্টআপ, সবক্ষেত্রেই ছাঁটাই (Layoffs) হয়েছে। ২০২৩ সালে ইতিমধ্যেই প্রায় ২ লক্ষ কর্মী চাকরি খুইয়েছেন। গ্লোবাল স্তরে এই পরিসংখ্যানই প্রকাশ্যে এসেছে। সূত্রের খবর, আগামী দিনে আরও কর্মী ছাঁটাই করবে বিশ্বের বিভিন্ন টেক কোম্পানি। ইতিমধ্যেই বিভিন্ন নামিদামি কোম্পানি যেমন মেটা, গুগল, অ্যামাজন, ভোডাফোন থেকে ব্যাপক হারে কর্মী ছাঁটাই হয়েছে। এইসব সংস্থায় আগামী দিনেও কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা থাকছে। Layoffs.fyi- একটি layoffs tracking ওয়েবসাইট। এখানেই দেখা গিয়েছে, ৬৯৫টি সংস্থা প্রায় ১.৯৮ লক্ষ কর্মীকে ছাঁটাই করেছেন। ২০২২ সালের পরিসংখ্যান অনুসারে, ১০৪৬টি টেক কোম্পানি ১.৬১ লক্ষের বেশি কর্মী ছাঁটাই করেছিল। 


এবছর শুধু জানুয়ারি মাসেই এক লক্ষের কাছাকাছি টেক কর্মী চাকরি খুইয়েছেন গ্লোবাল স্তরে। এক্ষেত্রে ছাঁটাইয়ের তালিকায় রয়েছে অ্যামাজন, মাইক্রোসফট, গুগল, সেলসফোর্স এবং অন্যান্য সংস্থা। সব মিলিয়ে প্রায় ৩.৬ লক্ষ টেক কর্মী গতবছর থেকে চলতি বছর মে মাসের মধ্যে চাকরি হারিয়েছেন। মূলত প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কর্মী সংখ্যা অর্থাৎ বেশি নিয়োগ, গ্লোবাল ম্যাক্রো ইকোনমি পরিস্থিতি, কোভিড ১৯- এর প্রভাব--- এই সবকিছুকেই কারণ হিসেবে দেখিয়েছে বিভিন্ন বড় বড় টেক কোম্পানি। 


আরও পড়ুন- এখানেই শেষ ভাবলে ভুল হবে, পরবর্তী আতিমারি হবে আরও ভয়ঙ্কর, সতর্ক করল WHO