Vivo Y22: ভারতে লঞ্চ হতে পারে ভিভো ওয়াই সিরিজের (Vivo Y Series Phone) ফোন ভিভো ওয়াই২২ (Vivo Y22)। খুব তাড়াতাড়ি এই ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে বলে শোনা গিয়েছে। যদিও ভিভো ওয়াই২২ ফোন ভারতে লঞ্চ প্রসঙ্গে ভিভো (Vivo Smartphone) কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি। এই ফোন লঞ্চের কোনও নির্দিষ্ট দিনক্ষণও জানা যায়নি এখনও। প্রসঙ্গত উল্লেখ্য, ইন্দোনেশিয়াতে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে ভিভো ওয়াই২২ ফোন। জানা গিয়েছে, সেই ফোনে রয়েছে একটি ওয়াটার ড্রপ স্টাইলের নচ যুক্ত ডিসপ্লে, একটি মিডিয়াটেক হেলিও জি৮৫ গেমিং প্রসেসর। এছাড়াও এই ফোনে Extended RAM 2.0 ফিচার রয়েছে। এর সাহায্যে ফোনের অব্যবহৃত স্টোরেজ থেকে প্রায় ২ জিবি নিয়ে তার সাহায্যে র‍্যামের পরিমাণ বাড়ানো সম্ভব। এর ফলে ফোন কখনও স্লো হবে না বা হ্যাং করবে না। এছাড়াও ভিভো ওয়াই২২ ফোনে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেল্র প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর এবং একটি ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি।


ক্যাশব্যাক অফার


শোনা যাচ্ছে, ভিভো ওয়াই২২ ফোন কেনার ক্ষেত্রে নাকি ১০০০ টাকা ক্যাশব্যাক পাওয়া সম্ভব। এসবিআই, কোটাক ব্যাঙ্ক এবং ওয়ান কার্ডের ক্ষেত্রে ক্রেডিট কার্ড এবং ক্রেডিট কার্ড ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রে ১০০০ টাকা ক্যশব্যাক পেতে পারেন ক্রেতারা। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই ক্যাশব্যাক অফার প্রযোজ্য থাকবে বলে শোনা গিয়েছে। এর থেকে অনুমান করা হচ্ছে যে তার আগে অর্থাৎ চলতি মাসের মাঝামাঝি সময়ে হয়তো ভারতে লঞ্চ হবে ভিভো ওয়াই২২ ফোন।


ভিভো ওয়াই২২ ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন



  • এই ফোনে একটি ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি এলসিডি ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও এই ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১২ বেসড Funtouch OS 12- র সাহায্যে।

  • এই ফোনে থাকতে পারে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে একটি ২ মেগাপিক্সেলের bokeh সেনসর থাকতে পারে। এই ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।

  • ভিভো ওয়াই২২ ফোনে ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ থাকতে পারে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে তা ১টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।

  • এই ফোনে একটি ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারির সঙ্গে থাকতে পারে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনে একটি IP54 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে এই ফোনের কোনও ক্ষতি হবে না।


আরও পড়ুন- ভারতে আসছে মোটোরোলা Edge সিরিজের দু'টি ফোন, কবে লঞ্চ হবে?