কলকাতা : পঞ্চায়েত ভোটের প্রাক্কালে ফের একবার কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। পাশাপাশি তৃণমূল (TMC) সুপ্রিমোর বার্তা, 'আমরা লড়ে নেব এবং জিতে নেব।' পটনায় বিরোধী জোটের বৈঠকে যোগ দিয়ে যাওয়ার আগে মুখ্যমন্ত্রীর কটাক্ষ, 'যত বাংলাকে অসম্মান করবে। যত বাংলাকে বঞ্চনা করবেষ মনে রাখবেন ভোটটা দেবে কিন্তু মানুষ। কাজেই রাজনৈতিকভাবে না পেরে যত এরা অ্যাগ্রেসিভ হচ্ছে, বিভিন্ন এজেন্সিকে দিয়ে যা ইচ্ছা করে যাচ্ছে, এর জবাব দেওয়ার জন্য মানুষ তৈরি। আমরা লড়ে নেব এবং জিতে নেব। যত ঘাঁটাবে তত তার জবাব মানুষ দেবে।'


কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) থেকে রাজ্যপাল, বারবার রাজ্য কমিশনারের ভূমিকা প্রশ্নের মুখে পড়লেও রাজীব সিনহার ওপরই আস্থা রেখে রাজ্যের প্রশাসনিক প্রধানের বার্তা, 'সবাইকে বলব মাথা ঠাণ্ডা রেখে, শান্তিপূর্ণভাবে রাজ্য নির্বাচন কমিশনের কথামতো চলতে।' পাশাপাশি রাজ্যপালকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, 'এটা সাংবিধানিক পোস্ট, উনি (রাজ্যপাল) ক্লিয়ার করেছিলেন। তাই এটা নয় যে চাপিয়ে দেওয়া, নিয়ম মেনেই হয়েছে। ইমপিচমেন্ট প্রক্রিয়ার মাধ্যমেই সরাতে হবে রাজ্য নির্বাচন কমিশনারকে। রাজীব সরে যাচ্ছে, এমন কোনও খবর নেই। এমন ঘটনা আগে কখনও ঘটেনি, এটা অভূতপূর্ব ঘটনা।' রাজ্যের বকেয়া কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে, করকাঠামো বদলে জিএসটি করার পর রাজ্যের প্রাপ্য টাকা রাজ্য থেকে তুলে নিয়ে গিয়ে কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে বলেও অভিযোগ শানান মমতা বন্দ্যোপাধ্যায়


এদিকে, পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) মনোনয়ন পর্বে রাজ্যজুড়ে অশান্তির একাধিক খবর সামনে এসেছিল। যদিও মুখ্যমন্ত্রীর বক্তব্য, 'এত শান্তিতে মনোনয়ন আগে কখনও হয়নি।' সঙ্গে কেন্দ্রীয় বাহিনী নিয়ে চলতে থাকা বিবাদের মাঝে ফের একবার রাজ্য পুলিশের প্রশংসা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে। তাঁর মতে, রাজ্যের পুলিশ যথেষ্ট স্মার্ট, দক্ষ। প্রসঙ্গত, কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন করানোর বিরোধীতা শোনা গিয়েছিল তৃণমূল সুপ্রিমোর মুখে। বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর গুলির শীতলকুচিতে যুবকের মৃত্যুর প্রসঙ্গ উঠে এসেছিল তাঁর মুখে। পাশাপাশি এবারের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মেয়েদের সঙ্ঘবদ্ধ হয়ে লড়াই করার বার্তাও দিয়েছেন তিনি।               


আরও পড়ুন- জয়নিং লেটার প্রত্যাখ্যান, কিন্তু চাইলেই কি রাজীবকে পদ থেকে সরাতে পারেন রাজ্যপাল? আইন যা বলছে...