Vivo Smartphone: ভিভো ওয়াই সিরিজের (Vivo Y Series) নতুন ফোন লঞ্চ হয়েছে চিনে। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই৫২টি ৫জি (Vivo Y52t 5G) ফোন। গত বছর লঞ্চ হয়েছিল ভিভো ওয়াই৫২ ফোন। তারই আপগ্রেডেড ভার্সান এই নতুন মডেল। ভিভো ওয়াই৫২টি ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি প্রসেসর। এছাড়াও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। আর রয়েছে ৬০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত এলসিডি ডিসপ্লে। এর উপর রয়েছে ওয়াটার ড্রপ স্টাইলের একটি নচ ডিজাইন। এর মধ্যে সেট করা থাকবে সেলফি ক্যামেরা সেনসর। ভিভোর এই ফোনে একটি ৫০০০ এমএএইচের ব্যাটারি রয়েছে। তিনটি রঙে চিনে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই৫২টি ফোন। দুটো র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে এই মডেল।


ভিভো ওয়াই৫২টি ৫জি ফোনের র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশন এবং দাম


এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY 1,299- ভারতীয় মুদ্রায় প্রায় ১৪,৯০০ টাকা। অন্যদিকে এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY 1,499- ভারতীয় মুদ্রায় প্রায় ১৭ হাজার টাকা। Ice Lake Blue, Coconut Peach এবং Black- এই তিন রঙে চিনে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই৫২টি ৫জি ফোন।


ভিভো ওয়াই৫২টি ৫জি ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন ও ফিচার



  • এই ফোনে রয়েছে ডুয়াল সিম (ন্যানো)। অ্যান্ড্রয়েড ১২ বেসড Origin OS- এর সাহায্যে পরিচালিত হবে ভিভো ওয়াই৫২টি ৫জি ফোন।

  • ভিভো ওয়াই সিরিজের এই ৫জি ফোনে একটি ৬.৫৬ ইঞ্চির এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ।

  • এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০ প্রসেসর রয়েছে। এর সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে একটি মাইক্রো এসডি কার্ড যার সাহায্যে স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।

  • ডুয়াল রেয়ার ক্যামেরা রয়েছে ভিভো ওয়াই৫২টি ফোনে। সেখানে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।

  • এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। ভিভোর এই ফোনের ওজন প্রায় ১৯৮ গ্রাম।


আরও পড়ুন- নতুন রঙে ভারতে হাজির ভিভো টি১ ৫জি, দাম কত? কী কী ফিচার রয়েছে