Vivo Y56 5G: ভিভো ওয়াই৫৬ ৫জি (Vivo Y56 5G) ফোন লঞ্চ হয়েছে ভারতে। আপাতত অনলাইন এবং অফলাইন দু'ভাবেই এই ফোন কেনা যাবে। জানা গিয়েছে, ভিভো ওয়াই৫৬ ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। ব্ল্যাক ইঞ্জিন এবং অরেঞ্জ শিমার- এই দুই রঙে ভিভো ওয়াই সিরিজের এই ৫জি ফোন লঞ্চ হয়েছে। ভিভো কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ফোন কিনতে পারবেন আগ্রহীরা। জানা গিয়েছে, ভিভো ওয়াই৫৬ ৫জি ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০ প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। এছাড়াও এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। ভিভো ওয়াই৫৬ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারিও রয়েছে। একটিই র্যাম এবং স্টোরেজ ভার্সানে ও দু'টি রঙে ভারতে কেনা যাবে ভিভো ওয়াই সিরিজের এই ৫জি ফোন।
ভিভো ওয়াই৫৬ ৫জি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- অ্যান্ড্রয়েড ১৩ বেসড Funtouch OS 13-র সাহায্যে পরিচালিত হবে এই ফোন।
- ভিভোর এই ফোনে একটি ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে রয়েছে।
- ভিভো ওয়াই৫৬ ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০ চিপসেট রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র্যাম। এই র্যামের পরিমাণ ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। এই ফোনে রয়েছে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।
- ভিভোর এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। টাইপ-সি ইউএসবি পোর্টের সাহায্যে চার্জ দেওয়া সম্ভব।
পোকো সি৫৫ ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ২১ ফেব্রুয়ারি। এর আগে শোনা গিয়েছিল, পোকো সি৫৫ ফোন আসলে রেডমি ১২সি ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে লঞ্চ হবে। জানুয়ারি মাসে চিনে লঞ্চ হয়েছিল এই ফোন। রেডমি ১০সি ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হয়েছিল রেডমি ১২সি ফোন। রেডমি ১০সি ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ সেনসর। রেডমির এই ফোন চিনে লঞ্চ হয়েছে তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে। এই ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্ট খুব তাড়াতাড়ি লঞ্চ হবে বলে শোনা গিয়েছে।
আরও পড়ুন- ভারতে আসছে পোকো সি৫৫, কবে লঞ্চ এই ফোনের? কোথা থেকে কেনা যাবে?