Text Message Auction: আজকাল টেক্সট মেসেজ পাঠানো কতই না সহজ। এখন বিভিন্ন মেসেজিং অ্যাপস আসার পর টেক্সট মেসেজের টল খুবই কমে গিয়েছে। এর ব্যবহার খুব কম লোকই করে থাকেন। কিন্তু এক সময় টেস্কট মেসেজের খুবই চল ছিল। এখন জেনে নেওয়া যাক, বিশ্বের প্রথম টেক্সট মেসেজ সম্পর্কে।  আজ থেকে ৩০ বছর আগে প্রথম টেক্সট মেসেজ (Text Message) পাঠানো হয়েছিল। এখন এর নিলাম হচ্ছে। যিনি কিনতে চাইবেন, দর হাঁকতে পারেন। এই মেজেস মাত্র ১৪ ক্যারেক্টারের। 


প্রথম টেক্সট মেসেজের ইতিহাস


১৯৯২-এর ডিসেম্বরে প্রথম টেক্সট মেসেজ পাঠানো হয়েছিল। এই মেসেজ কোম্পানিরই এক কর্মীর ভোডাফোন নম্বর থেকে পাঠানো হয়েছিল। এই টেক্সট মেসেজ পাঠিয়েছিলেন বার্কশায়ারের নিউবুরির ইঞ্জিনিয়ার নীল পাপওয়ার্থ। ওই টেক্সট মেসেজ তিনি পাঠিয়েছিলেন পাপওয়ার্থকে। তিনি ছিলেন তখন ২২ বছরের টেস্ট ইঞ্জিনিয়ার। ভোডাফোনের জন্য শর্ট মেসেজ সার্ভিস (এসএমএস)-র জন্য কাজ করছিলেন পাপওয়ার্থ। ভোডাফোন ছিল তাঁর ক্লায়েন্ট। 


১৯৯২-এর ৩ ডিসেম্বর পাপওয়ার্থ জার্ভিসের ওর্বিটেল ৯০১ হ্যান্ডসেটে বড়দিনের শুভেচ্ছা বার্তা ওই টেক্সট মেসেজের মাধ্যমে পাঠাতে সক্ষম হয়েছিলেন। আর এভাবেই এটাই হয়ে ওঠে বিশ্বের প্রথম টেক্সট মেসেজ। 


আগামী ২১ ডিসেম্বর নিলামে উঠবে এই মেসেজ। ফ্রান্সের অগট্টেস অকশন হাউস এর নিলামের আয়োজন করবে। এই মেসেজে মাত্র ১৪ ক্যারেক্টার ব্যবহার করা হয়েছিল। মেসেজে লেখা  ছিল “Merry Christmas”। এই মেসেজ নিলামে ক্রিপ্টোকারেন্সিতে কেনা যাবে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, এই মেসেজ প্রায় ১ কোটি ৭১ লক্ষ টাকায় নিলাম করা হবে। 


বিশ্বের প্রথম টেক্সট মেসেজের জন্য সবচেয়ে বেশি দর যিনি হাঁকবেন, বিক্রয়ের ক্ষেত্রে তাঁকেই অগ্রাধিকার দেওয়া হবে। এরমধ্যে থাকবে, সেন্ডার ও রিসিভারের তথ্য সংক্রান্ত একটি ডিজিটাল ফাইলও। দুনিয়ার প্রথম মেসেজের পর পরের বছরে নোকিয়া এক মেসেজের নোটিফিকেশন প্রদানকারী বিপ সহ ফিচারের সূচনা করেছিল। বাকিটা, আমরা সবাই জানি, ইতিহাস।